রবিবার, ৩০ আগস্ট, ২০২০, ০৮:২২:১২

গাজায় তা'ণ্ডব চলছে, বেলুনের ভ'য়ে অ'স্থি'র ইসরাইল

গাজায় তা'ণ্ডব চলছে, বেলুনের ভ'য়ে অ'স্থি'র ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় আজও হা'ম'লা চালিয়েছে ইসরাইল। ইসরাইল আজ (রোববার) এক বিবৃতিতে বলেছে, তারা হা'মাসের অবস্থানে কা'মানের গো'লা নিক্ষে'প করেছে। এই তা'ণ্ডবের কারণ হিসেবে ইসরাইলি বা'হি'নী অতীতের দা'বির পু'নরা'বৃত্তি করেছে। তারা বলেছে, গাজা থেকে বি'স্ফো'রকভর্তি বেলুন পাঠানো হয়েছে। এ কারণেই হা'মলা চালানো হয়েছে।

ফিলিস্তিনি সূ'ত্র জানিয়েছে, ইসরাইলি বা'হি'নী গাজার খান ইউনুস ও দেইর আল বালাহ এলাকায় কা'মানের গো'লা নিক্ষে'প করেছে। ইসরাইলি বা'হি'নী গত ৬ আগস্ট থেকে প্রায় প্রতিদিনই গাজায় তা'ণ্ড'ব চালাচ্ছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সমঝোতায় সই করার পর থেকে তা'ণ্ড'বের মাত্রা আরও বেড়েছে।

ইসরাইলি বা'হি'নী বলছে, গাজা থেকে ফিলিস্তিনিরা ইসরাইলে যেসব বেলুন পাঠাচ্ছে তাতে এমন উপাদান ভ'রে দেওয়া হচ্ছে যাতে সেখান থেকে আ'গু'ন ধ'রে যায়। ফিলিস্তিনিদের বেলুনের কারণে এ পর্যন্ত ইসরাইলে ৪০০টি স্থানে আ'গুন ধ'রা'র ঘ'ট'না ঘ'টেছে বলে মুসলিম বিশ্বের শ'ত্রু হিসেবে পরিচিত ইসরাইল দাবি করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে