রবিবার, ৩০ আগস্ট, ২০২০, ০৯:৪৮:০৮

সানি লিওন, জনি সিনস, মিয়া খলিফার পর নেহা কক্কর! কলেজের বিভ্রা'ন্তিকর মেধা তালিকায় প্রকাশ

সানি লিওন, জনি সিনস, মিয়া খলিফার পর নেহা কক্কর! কলেজের বিভ্রা'ন্তিকর মেধা তালিকায় প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : সানি লিওনে, মিয়া খলিফা, জনি সিনসের পর এবার নেহা কক্বর। এবার বিভ্রা'ন্তিকর মেধা তালিকার সা'ক্ষী পশ্চিমবঙ্গের মালদহের মাণিকচক কলেজ। ওই কলেজের বিএ জেনারেলের মেধা তালিকায় একেবারে প্রথমেই জ্বলজ্বল করছে তার নম্বর। বিভ্রা'ন্তিকর ওই মেধা তালিকা বর্তমানে নে'টদুনি'য়ায় ভাই'রাল। তা নিয়ে নে'টিজে'নদের মধ্যে চলছে জো'র আলোচনা। 

তবে কীভাবে এমন কা'ণ্ড ঘ'টল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানান মাণিকচক কলেজের অধ্যক্ষ। প্রথম ঘ'টনার সূত্রপাত দক্ষিণ কলকাতার বিখ্যাত আশুতোষ কলেজকে দিয়ে। ইংরাজি বিভাগের মেধা তালিকায় সেখানে একেবারে প্রথমেই দেখা যায় প'র্ন তারকা সানি লিওনের নাম। দেখেই অবা'ক হয়ে যান পড়ুয়ারা। ওই মেধা তালিকা নে'টদু'নিয়ায় ভাই'রাল হতেও বেশি সময় লাগেনি। কলেজ কর্তৃপক্ষের দাবি, কীভাবে এমন ত্রু'টিপূ'র্ণ মেধা তালিকা প্রকাশিত হল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

তাকে নিয়েই যখন ম'ত্ত নে'টিজে'নরা ঠিক সেই সময় এই প্রসঙ্গে টুইট করেন সানি স্বয়ং। শীঘ্রই কলেজে পড়তে আসছেন বলেই উল্লেখ করেন তিনি। তা নিয়ে রী'তিমতো আলো'ড়ন পড়ে যায়। অনেকেই নে'টদু'নিয়ায় ম'শ'করার ছলে আবারও কলেজে ভরতি হওয়ার আশা প্রকা'শও করেন। সেই ঘ'টনার রে'শ কা'টতে না কা'টতে আশুতোষের ছায়া বজবজ কলেজেও। সেখানেও মেধা তালিকায় নাম রয়েছে সানি লিওনের। এক্ষেত্রে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই জানায় কলেজ কর্তৃপক্ষ।

একই কা'ণ্ড ঘ'টেছে বারাসাত গর্ভনমেন্ট কলেজেও। সেখানেও মেধা তালিকায় সানি লিওনে, মিয়া খলিফা, জনি সিনসসহ ৪ প'র্নস্টা'রের নাম। মেধা তালিকায় ভাই'রাল হওয়া মাত্রই নে'টদু'নিয়ায় স'মালো'চনার ঝড় বইতে থাকে। যদিও কলেজ ক'র্তৃপ'ক্ষ পুরো বিষয়টিকেই ভু'য়ো বলে উড়িয়ে দেয়। তাদের দাবি, কলেজের মেধা তালিকায় এরকম কারও নাম নেই। তবে এবার প'র্নস্টা'রদের পাশাপাশি মেধা তালিকায় মিলল সংগীত শিল্পী নেহা কক্করের নামও। 

মালদহের মাণিকচক কলেজের বিএ জেনারেলের মেধা তালিকায় একেবারে প্রথমেই জ্বলজ্বল করছে তার নাম। কীভাবে এমন কা'ণ্ড ঘ'ট'ল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানান মাণিকচক কলেজের অধ্যক্ষ। এদিকে, একের পর এক কলেজের মেধা তালিকায় সানি লিওনে, মিয়া খালিফা, জনি সিনসের নাম থাকায় বির'ক্ত পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা অধিদপ্তর। কলেজ কর্তৃপক্ষের থেকে রিপো'র্টও ত'ল'ব করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে