রবিবার, ৩০ আগস্ট, ২০২০, ১১:৪৫:৫৬

রাশিয়ার সাম'রিক ম'হড়ায় চীন-পাকিস্তান, থাকছে না ভারত!

রাশিয়ার সাম'রিক ম'হড়ায় চীন-পাকিস্তান, থাকছে না ভারত!

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার আয়োজনে বহুজাতিক সাম'রিক ম’হড়া 'কাভকাজ ২০২০'এ অংশ নেবে না ভারত। এ মহ'ড়াতে চীন ও পাকিস্তান অংশ নেয়ার এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে রাশিয়ার আয়োজিত সামরিক মহ'ড়ায় অংশ নিচ্ছে চীন-পাকিস্তানের সেনাবা'হি'নী। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানায়, রাশিয়া-ভারত কৌ'শলগত অংশীদার। রাশিয়ার আমন্ত্রণে অনেক আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করেছে ভারত। তবে করোনা ভাইরাস ও অন্যান্য সম'স্যার কারণে ভারত সিদ্ধান্ত নিয়েছে এ বছর 'কাভকাজ ২০২০'এ কোনো সেনা না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, চীন ওই সাম'রিক মহ'ড়ায় অংশগ্রহণ করায় ভারত তার সেনাবা'হি'নী পাঠাবে না। কারণ হিসেবে মন্ত্রণালয় বলছে, চীনের সঙ্গে ভারত পূর্ব লাদাখে সং'ঘ'র্ষ হয়েছে। এ ছাড়া চীনের সঙ্গে ৪ হাজার কিলোমিটার প্রকৃত নিয়'ন্ত্রণ সীমানা (এলএসি) জুড়ে রে'ড অ্যা'লা'র্ট জারি করা হয়েছে। তাদের সঙ্গে বহুজাতিক সাম'রিক ম’হড়ায় অংশ নেওয়া আমাদের পক্ষে স্বাভাবিকভাবে ব্যবসা হতে পারে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে