সোমবার, ৩১ আগস্ট, ২০২০, ১০:৪৬:৩৫

ব'র্ণবাদবিরো'ধীদের স'ঙ্গে ট্রাম্প স'মর্থ'কদের সংঘ'র্ষে নিহ'ত ১

ব'র্ণবাদবিরো'ধীদের স'ঙ্গে ট্রাম্প স'মর্থ'কদের সংঘ'র্ষে নিহ'ত ১

আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে ব'র্ণবাদবি'রো'ধীদের সঙ্গে ট্রাম্প স'মর্থ'কদের সংঘ'র্ষে গু'লিতে একজন নিহ'ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স'মর্থ'করা ৬০০ গাড়ির একটি ব'হর নিয়ে শহরে ঢো'কার পর বি'ক্ষোভকারীদের স'ঙ্গে সংঘ'র্ষ শুরু হয়। খবর বিবিসির।

ব'র্ণবা'দবিরো'ধী ব্ল্যাক লাইভস ম্যাটার আ'ন্দো'লনের কর্মীদের পূ'র্বঘো'ষিত প্র'তিবাদ কর্মসূচি চ'লাকালেই সেখানে গাড়িবহ'র নিয়ে হা'জির হন ট্রাম্প সম'র্থকরা।
নির্বাচন সামনে রেখে গত কয়েক সপ্তাহ ধ'রে পোর্টল্যান্ড শহরে শ'ক্তির ম'হড়া চালাচ্ছেন ট্রাম্প সম'র্থকরা। এ নিয়ে তৃতীয়বার শনিবার ট্রাম্পের সমর্থ'কদের সঙ্গে বি'ক্ষোভকারীদের সংঘ'র্ষ হলো।

পুলিশ বলেছে, শনিবার সংঘ'র্ষ চ'লাকালে গু'লিবি'দ্ধ হয়ে এক ব্যক্তি নিহ'ত হয়েছেন। নিহ'তের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। কৃষ্ণাঙ্গ নাগরিকদের সঙ্গে বৈ'ষম্যের প্র'তিবা'দে গত কিছু দিন ধ'রে পোর্টল্যান্ডের রাজপথে টা'না বি'ক্ষোভ চলছে।

২৫ মে শ্বেতাঙ্গ পুলিশের গু'লিতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহ'তের পর পুলিশি নি'পী'ড়নের বিষয়টি আবারও সামনে আসে। এর প্র'তিবা'দে বি'ক্ষোভের কে'ন্দ্রবি'ন্দুতে পরিণত হয়েছে শহরটি। জর্জ ফ্লয়েড হ'ত্যার প্র'তিবা'দে বি'ক্ষোভ যুক্তরাষ্ট্র ছা'ড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছ'ড়িয়ে পড়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে