সোমবার, ৩১ আগস্ট, ২০২০, ০২:৪৮:১০

লাদাখ সীমা'ন্তে যু'দ্ধ বিমান মোতায়েন করেছে চীন

লাদাখ সীমা'ন্তে যু'দ্ধ বিমান মোতায়েন করেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক :  লাদাখের প্যাংগং লেকে সংঘা'তের আগের দিন যু'দ্ধ বিমান মোতায়েন করেছে চীন। ভারত সরকারের একটি সূত্র বার্তা সংস্থা এএনআই'কে এই তথ্য জানিয়েছে। প্রতিবে'দনে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তাদের জে-২০ ফাইভ জেনারেশন যু'দ্ধবিমান মোতায়েন করেছে।

লাদাখে নতুন করে সংঘ'র্ষের ঘ'ট'নায় ফের চ'রম উ'ত্তেজনা বি'রাজ করছে দেশ দুইটির সেনা বাহিনীর মধ্যে। ইতোমধ্যে ভারত সরকার বিবৃতিতে জানিয়েছে, ২৯ অগাস্ট রাত থেকে ৩০ অগাস্ট ভোর পর্যন্ত প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে চীনের সেনার পেট্রোল দেখতে পায় ভারতীয় সেনা।

ভারতের অভি'যোগ, প্যাংগংয়ের দক্ষিণে ভারতীয় ভূখণ্ডে চীনের সেনা নতুন করে ঢো'কার চে'ষ্টা করছিল। এসময় ভারতীয় সেনা চীনের সেনাবাহিনীকে বাধা দেয়। সেনা সূত্রের খবর, এসময় দুই পক্ষের মধ্যে হা'তাহা'তিও হয়েছে। তবে হ'তাহ'তের কোনও খবর পাওয়া যায়নি।

এছাড়া ভারতের সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা কর্নেল আমন আনন্দ বলেন, ‘সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে পূর্ব লাদাখে সঙ্ঘা'ত প'রিস্থি'তি কা'টিয়ে উ'ঠতে যে ঐক্যমত্যে পৌঁছনো গিয়েছিল, ২৯-৩০ আগস্ট রাতে পিএলএ তা ল'ঙ্ঘন করেছে। স্থিতাব'স্থা ন'ষ্ট করতে সেখানে প্র'রোচ'নামূলক সামরিক পদক্ষেপ করেছে তারা।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে