সোমবার, ৩১ আগস্ট, ২০২০, ০৩:৩৩:০৩

৩ বছরের কন্যা শিশুকে আকাশে উড়িয়ে নিয়ে গেল ঘুড়ি, অতঃপর...

৩ বছরের কন্যা শিশুকে আকাশে উড়িয়ে নিয়ে গেল ঘুড়ি, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক: চ'লছিল ঘুড়ি উৎসব। রং-বে রঙের ঘুড়ি উড়াতে মে'তে উঠেছিল অনেকেই। চলছিল আনন্দ হই-হুল্লোর। এর মধ্যেই হঠাৎ সবার মাঝে আ'ত'ঙ্ক ছ'ড়িয়ে পড়ে। কারণ, একটি ঘুড়ি সঙ্গে আকাশে উড়ে যায় তিন বছরের একটি কন্যা শিশু। ঘ'টনাটি ঘ'টেছে তাইওয়ানের সমুদ্রের কোলঘেঁষা শহর নানলিয়াওতে।

জানা গেছে, বি'শালাকৃ'তির এক ঘুড়ি আ'চম'কা ওই শিশুকে কয়েক মিটার উ'ড়িয়ে নিয়ে গেলেও মৃ'ত্যুর হাত থেকে অ'ক্ষ'ত অব'স্থায় ফিরে এসেছে সে।ভ'য়ঙ্ক'র এই দৃ'শ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাই'রাল হয়েছে। সেখানে দেখা গেছে, লম্বা লেজের কমলা রংয়ের একটি ঘুড়িতে বেঁধে উপরে উঠে যাচ্ছে মেয়েটি।

আ'কস্মি'ক এই ঘ'টনায় প্রাপ্তবয়স্করা ঘুড়িটি মাটিতে নামানোর প্রা'ণপ'ণ চেষ্টা করে সফল হন। মাটিতে পড়তে পড়তে তারা মেয়েটিকে ধ'রেও ফেলেন।তাইওয়ানের গণমাধ্যমগুলো জানিয়েছে, মেয়েটি 'ভয় পেলেও শারীরিক কোনও ক্ষ'তি হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে