মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫২:১৮

করোনার মধ্যেই স্পেনে ছ'ড়িয়ে পড়ছে দাবানল, আত'ঙ্ক

করোনার মধ্যেই স্পেনে ছ'ড়িয়ে পড়ছে দাবানল, আত'ঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘা'তী করোনাভাইরাসের তা'ণ্ড'বে বি'ধ্ব'স্ত স্পেন। এই ভাইরসের প্র'কো'পে ধ্বং'সয'জ্ঞে পরিণ'ত হয়েছে ইউরোপের দেশটি। বর্তমানে সং'ক্র'মণ কিছুটা কমলেও এরই মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আন্দালুসিয়ায় ছ'ড়িয়ে পড়ছে দা'বান'ল। এরইমধ্যে তিন হাজার লোককে নিরা'পদ আ'শ্রয়ে স'রিয়ে নেওয়া হয়েছে। 

পাহাড়বে'ষ্টিত প্রদেশটিতে গত বৃহস্পতিবার দা'বান'লের সূ'ত্রপা'ত হয়। ধী'রে ধী'রে তা বাড়তে থাকে বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এদিকে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ছাড়াও ইউরোপের দেশটির বিভিন্ন এলাকায় বি'চ্ছি'ন্নভাবে দা'বান'ল দেখা দিয়েছে। এরইমধ্যে দা'বান'লে পু'ড়ে গেছে কয়েক হাজার হেক্টর বনভূমি।  দা'বান'ল নে'ভাতে জ'রুরি ব্যবস্থাপনা কর্মীদের হি'মশি'ম খেতে হচ্ছে। 
সামরিক, বেসামরিক মিলে পাঁচ শতাধিক উ'দ্ধারকর্মী দা'বান'ল নি'য়ন্ত্র'ণে ভারী যন্ত্রপাতি দিয়ে কাজ করছেন। হেলিকপ্টারের মাধ্যমেও পানি ছি'টানো হচ্ছে।

আন্দালুসিয়ার বন বিভাগের অ'গ্নি নি'র্বা'পন কর্মকর্তা জুয়ান সানচেজ জানিয়েছেন, দা'বান'ল কখন নি'য়ন্ত্র'ণে আসবে তা এখনই বলা মু'শকিল।তী'ব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে দা'বান'ল নি'য়'ন্ত্রণে বে'গ পেতে হচ্ছে বলেও জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে