আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরের বিরো'ধপূর্ণ এলাকায় তেল-গ্যাস অনুস'ন্ধান তৎ'পরতা অব্যাহ'ত রাখার ঘোষণা দিয়েছে। আজ ওই এলাকায় তুরস্কের অনুস'ন্ধা'ন তৎ'পরতা বন্ধ হয়ে যাবে বলে এর আগে ধা'রণা করা হলেও বাস্তবে তা ঘ'টেনি। গতরাতে (সোমবার) আঙ্কারা অনুস'ন্ধা'ন তৎ'পরতার সময়সীমা আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে।
প্রাথমিক ঘোষণা অনুযায়ী আজ পহেলা সেপ্টেম্বর পর্যন্ত অনুস'ন্ধা'ন তৎ'পরতা চালানোর কথা ছিল।' নতুন সিদ্ধান্তে ক্ষু'ব্ধ হয়েছে প্রতিবেশী দেশ গ্রিস। তুর্কি পদক্ষে'পকে বেআ'ইনি আখ্যা দিয়েছে গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ওই অঞ্চলের স্থি'তিশী'লতা বজায় রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
গত ২৪ আগস্ট ভূমধ্যসাগরের বিত'র্কিত সমুদ্রসীমায় অনুস'ন্ধা'ন চালানোর ঘোষণা দেয় তুরস্কের গবেষণা জাহাজ অরুচ রেইস। এর আগে সোমবার উত্তে'জনা নির'সনে তুরস্ককে আলোচনার আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা। পূর্ব ভূমধ্যসাগরে কোনও একতরফা পদক্ষেপ নেওয়া থেকে বির'ত থাকারও আহ্বান জানায় তারা।
তারপরও ওই অঞ্চলে অনুস'ন্ধান কাজের সময়সীমা বাড়ানোর ঘোষণা দিল তুরস্ক। এর প্রতি'ক্রিয়ায় গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে, ''তুরস্ক আলোচনার আহ্বান উপে'ক্ষা এবং উস'কানি বাড়ানো অব্যাহ'ত রেখেছে। তুরস্কের সঙ্গে বিরো'ধে গ্রিসের পক্ষে অবস্থান নিয়েছে ফ্রান্স।''