আন্তর্জাতিক ডেস্ক : সংঘ'র্ষবিরতি চুক্তির তোয়াক্কা না-করে, জম্মু-কাশ্মীরের বা'ন্দিপোরায় নিয়ন্ত্রণরেখা বরাবর মঙ্গলবার রাতে ফের গো'লাগু'লি চা'লাল পাকিস্তান। বিগত ২৪ ঘণ্টার মধ্যে পাকসেনার তরফে এটি দ্বিতীয়বার সংঘ'র্ষবিরতি চু'ক্তি ল'ঙ্ঘনের ঘ'টনা।
সেনা সূত্রে খবর, বান্দিপোরা জেলার বাকতুর গুর্জ অঞ্চলে এদিন হা'মলা চালিয়েছে পাকিস্তান। ভারতও হাত-পা গুটিয়ে বসে ছিল না। পাকিস্তানকে প্রত্যাঘা'ত করে জবা'ব দিয়েছে। বুধবার ভোররাত পর্যন্ত দু-পক্ষের মধ্যে গো'লাব'র্ষণ জা'রি ছিল বলে জানা গিয়েছে।
এর আগে ৩১ অগস্ট (সোমবার) রাতে রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখায়, নৌশেরা সেক্টরে পাকিস্তান সংঘ'র্ষবিরতি চু'ক্তি ল'ঙ্ঘন করে। রাত সওয়া ৯টা নাগাদ পাকসেনা ম'র্টার সেল ছো'ড়ার পাশাপাশি ছোট আ'গ্নেয়া'স্ত্র থেকে গু'লিও চালায়। সেনার এক আধিকারিক জানান, ,সোমবার রাত সওয়া ৯টা পাকিস্তান সংঘ'র্ষবিরতি না মেনে নৌশেরা সেক্টরে গো'লাগু'লি চা'লালে, ভারত তার উপযু'ক্ত জ'বাব দেয়।