বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫৮:৫৫

হজরত মুহাম্মাদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ নিয়ে মুসলিম বিশ্বে চ'রম স'মালোচনা, যা জানিয়ে দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

হজরত মুহাম্মাদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ নিয়ে মুসলিম বিশ্বে চ'রম স'মালোচনা, যা জানিয়ে দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রম্য ম্যাগাজিন শার্লি এবদু মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যঙ্গচিত্র পুনঃপ্রকাশ করলেও বস্তুত বিষয়টির পক্ষেই অবস্থান নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মহানবীর ব্যঙ্গচিত্র আঁকলে তিনি কখনোই নিষে'ধা'জ্ঞা আ'রোপ করবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

বিত'র্কি'ত ব্যঙ্গচিত্র পুনঃপ্রকাশ হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে বৈরুত সফররত ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, সাংবাদিকের সিদ্ধা'ন্ত এবং নিউজরুমের পছন্দ নিয়ে কখনোই প্রেসিডেন্টের মন্ত'ব্য করা উচিত নয়। এর কারণ, আমাদের দেশ সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।

২০১৫ সালে মহানবী হজরত মুহম্মদকে (সা.) নিয়ে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশ করে শার্লি এবদু। এ ঘ'ট'নায় প্যারিসে পত্রিকাটির অফিসে এক হা'মলায় ১২ জন কর্মী নিহ'ত হন। ঘটনায় অভি'যু'ক্তদের বিচার শুরুর আগে আবার ব্যঙ্গচিত্র প্রকাশ করল পত্রিকাটি।

ইসলাম ধর্মীনুযায়ী, হজরত মুহাম্মাদের (স.) কোনো ধরনের অবয়ব আঁকা ধর্ম অবমা'ননা হিসেবে বিবেচনা করা হয়। তাই এবারও শার্লি এবদুর কার্টুন নিয়ে মুসলিম বিশ্বে চ'রম সমা'লো'চনা চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে