বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৪:২০

পাকিস্তানি সেনাদের গু'লিতে ভারতীয় সেনা অফিসার নিহ'ত

পাকিস্তানি সেনাদের গু'লিতে ভারতীয় সেনা অফিসার নিহ'ত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানি সেনাদের গু'লিতে ভারতীয় সেনাবাহি'নীর এক জুনিয়র কমি'শ'ন্ড অফিসার (জেসিও) নিহ'ত হয়েছেন। বুধবার জম্মু-কাশ্মীর সী'মা'ন্তের রাজৌরি এলাকায় সী'মা'ন্ত নিয়'ন্ত্রণ রেখায় এ ঘ'ট'না ঘ'টে। প্রতির'ক্ষা সূ'ত্রের ব'রাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। উপ'ত্যকা এলাকায় চীনা বাহি'নীর হামলায় এক সেনা নিহ'তের ঘ'ট'না সামনে আসার মধ্যেই এ ঘ'ট'না ঘ'টল।

ভারতীয় সেনাবাহি'নীর সূ'ত্র জানায়, পাকিস্তানি সেনারা যু'দ্ধবি'রতি ভ'ঙ্গ করে কেরি সেক্টরে গু'লি চা'লায়। এতে ওই জুনিয়র কমি'শন্ড অফিসার (জেসিও) গু'লিতে গু'রু'তর আহ'ত হন। পরে তিনি মা'রা যান। এ ঘ'ট'নায় পাকিস্তানকেও জ'বাব দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বি'স্তা'রিত কিছু জানানো হয়নি।

খবরে বলা হয়েছে, চার দিনের মাথায় এটি দ্বিতীয় ঘ'ট'না। এর আগে ৩০ আগস্ট রাজৌরি জেলার নওশেরা এলাকায় পাকিস্তানি সেনাবাহি'নীর গু'লিতে ভারতীয় সেনাবাহি'নীর এক জেসিও নিহ'ত হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে