আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার ক'ঙ্গোতে ছ'ড়িয়ে প'ড়ছে প্রাণঘা'তী ‘বানর পক্স’। যা ‘মানকি পক্স’ নামেও পরিচিত। এই ভাইরাসে আক্রা'ন্ত হয়ে ইতিমধ্যে ১০ জনের মৃ'ত্যু হয়েছে, আরও ১৪১ জনের দেহে ভাইরাসের উপস্থি'তি পাওয়া গেছে বলে কঙ্গোর স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
দেশটির এক চিকিৎসক জানিয়েছেন, সম্প্রতি ৩৩ জন এই ভাইরাসে আক্রা'ন্ত হন, যা ধী'রে ধী'রে ছ'ড়িয়ে পড়ছে। তিনি আরও জানান, আরও পাঁচ বছর আগেই আফ্রিকায় ‘মানকি পক্স’-এর স'ন্ধান মেলে।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরুরি বুলেটিনে বলা হয়, ‘বর্তমান করোনা ভাইরাসের মধ্যে চ্যা'লেঞ্জের মধ্যে রয়েছে গোটা বিশ্ব। এমন অবস্থায় ‘মানকি পক্স ’ নিয়ন্ত্রণে রাখটা জ'রুরি।