বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৫:২০

চুক্তি ল'ঙ্ঘন করে ভারতের দিকে ম'র্টার হা'মলা চালাল পাকিস্তান

চুক্তি ল'ঙ্ঘন করে ভারতের দিকে ম'র্টার হা'মলা চালাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : বিনা প্র'রোচনায় বুধবার সন্ধ্যায় ফের কাশ্মীরে গো'লাগু'লি চালাল পাকিস্তান। এদিন সন্ধে পৌনে সাতটা নাগাদ জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর গু'লি চালিয়ে আবারও উ'ত্তেজনার সৃষ্টি করে পাকিস্তানে সেনা। ম'র্টার শেল ছাড়াও ছোট অ'স্ত্র থেকে গু'লি ছো'ড়ে।

ভারতীয় সেনা সূত্রে খবর, সংঘ'র্ষবিরতি চু'ক্তি ল'ঙ্ঘন করে বুধবার সন্ধ্যায় পুঞ্চের কিরনি ও কাসবা সেক্টরে গো'লাগু'লি ছু'ড়েছে পাকিস্তান। গভীর রাতের খবর, ভারতীয় সেনাও প্রত্যাঘা'ত করেছে। রাতের অন্ধকারে দু'পক্ষের গু'লির ল'ড়াই চলছে। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় বার সংঘ'র্ষবির'তি ল'ঙ্ঘনের ঘ'ট'না।

বুধবার ভোররাতে পাকসেনার সংঘ'র্ষবির'তি ল'ঙ্ঘনের ঘ'ট'নায় রাজৌরিতে ভারতীয় সেনার একজন জুনিয়র কমিশনড অফিসার (JCO) শহিদ হন। বিনা প্র'রোচনায় গু'লি চা'লায় পাকিস্তানি সেনা। নিহ'ত সেনা অফিসার তারকুন্ডি সেক্টরে পোস্টিং ছিলেন। পাক গু'লিতে জ'খ'ম হলে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিত্‍‌সাধীন অবস্থায় সেখানে তিনি মা'রা যান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে