বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৯:৪৫

সেই মুসলিমবিদ্বে'ষী বিজেপি নেতাকে নি'ষি'দ্ধ করলো ফেসবুক

সেই মুসলিমবিদ্বে'ষী বিজেপি নেতাকে নি'ষি'দ্ধ করলো ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা ও মুসলিমবিদ্বে'ষী সা'ম্প্রদা'য়িক উ'সকা'নি বা ঘৃ'ণ্য বক্তব্য ছ'ড়ানোর অ'ভিযো'গে ভারতের ক্ষ'মতাসীন বিজেপি দলের এক নেতাতে নি'ষি'দ্ধ করলো সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই প্ল্যাটফর্ম। তার নাম টি রাজা সিং, তিনি তেলেঙ্গানা রাজ্যের বিজেপি বিধায়ক।

বৃহস্পতিবার ফেসবুকের একজন মুখপাত্র এক ই-মেইল বিবৃতিতে বলেন, ''আমরা রাজা সিংকে আমাদের নীতিমালা ভ'ঙ্গের কারণে ফেসবুকে নি'ষি'দ্ধ করেছি। আমাদের নীতিমালায় স'হিং'স ও ঘৃ'ণ্য বক্তব্য প্র'চা'র নি'ষি'দ্ধ।'' এদিকে ফেসবুকে তার কোনো পেজ নেই বলে টুইটারে দাবি করেছেন এই বিজেপি নেতা।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিজেপি নেতা টি রাজা সিংয়ের বক্তব্য ফেসবুকের নীতিমালা ভ'ঙ্গ করেছে। প্রথমে ফেসবুক তাকে ছাড় দিয়েছিল বলে অ'ভিযো'গ উঠেছিল। তবে বর্তমানে ফেসবুক থেকে তার পেজ সরিয়ে ফেলা হয়েছে।

এক ভিডিওবার্তায় রাজা সিং দাবি বলেন, ''আমি জেনেছি অনেক ফেসবুক পেজে আমার নাম ব্যবহার করা হচ্ছে। আমি পরিষ্কার করে বলতে চাই, আমার কোনো অফিশিয়াল পেজ নেই। তাই কোনো পোস্টের জন্য আমি দা'য়ী নাই। আমি ফেসবুকে সা'ম্প্রদা'য়িক স'হিং'সতা ছড়াইনি। ২০১৮ সালেই আমার অফিশিয়াল ফেসবুক পেজ হ্যা'ক হয় এবং বন্ধ হয়ে যায়।''

গত মাসে মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত খবরে ফেসবুকের বি'রু'দ্ধে সরাসরি বিজেপির প্রতি প'ক্ষপা'তদু'ষ্ট আচরণের অ'ভিযো'গ তোলা হয়েছিল। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকা'শ, বিজেপির নেতা টি রাজা সিং ফেসবুক পেজে রোহিঙ্গা ও মুসলমানদের নিয়ে আ'প'ত্তিকর মন্তব্য করেছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে