এবার ভারতের বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক : এবার ভারতের পাঞ্জাব রাজ্যে বিমানবাহিনীর পাঠানকোট ঘাঁটিতে সন্ত্রাসী হামলা হয়েছে।আজ শনিবার ভোরে হামলার ঘটনায় এ পর্যন্ত চারজন হামলাকারী ও দুজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
ভারতীয় গণমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত সেখানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে হামলাকারী সন্ত্রাসীদের গোলাগুলি চলছিল।
এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, ভোর চারটার দিকে সেনাবাহিনীর পোশাকে সন্ত্রাসীরা বিমানঘাঁটির কাছে একটি ভবন থেকে এই হামলা চালায়।
সীমান্তে দায়িত্ব পালনরত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) কানওয়ার বিজয় প্রতাপ সিং এর আগে জানান, পুলিশের গুলিতে চারজন হামলাকারী নিহত হয়েছে। অভিযান এখনো চলছে। বিমানঘাঁটি থেকে কিছুটা দূরে নিরাপত্তা বাহিনী ও হামলাকারী সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময় চলছে।
পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। অভিযানে সহায়তার জন্য ওই এলাকায় হেলিকপ্টার পাঠানো হয়েছে।
২ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ