শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪১:৪০

টুইটার একাউন্ট হ্যা'কের পরই মোদিকে খু'নের নির্দে'শ! ঘুম ছুটেছে ভারতীয় গোয়ে'ন্দাদের

টুইটার একাউন্ট হ্যা'কের পরই মোদিকে খু'নের নির্দে'শ! ঘুম ছুটেছে ভারতীয় গোয়ে'ন্দাদের

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ২৪ ঘণ্টা আগেই প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেল হ্যা'ক হয়েছে। এরপরই প্রধানমন্ত্রী মোদিকে খু'নের হু'মকি! ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এর হাতে এই সং'ক্রা'ন্ত একটি ইমেল এসেছে। এরপরই ন'ড়েচ'ড়ে বসেছে দেশের গোয়ে'ন্দা সংস্থাগুলি। বাড়ানো হয়েছে নরেন্দ্র মোদির নিরা'পত্তাও।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ''একটি ইমেল আইডি থেকে এনআইএ কিছু ইমেল পেয়েছে। যেখানে বিশিষ্ট ব্যক্তি এবং সরকারি এজে'ন্সিকে হু'মকি দেওয়া হয়েছে।'' কী লেখা হয়েছে ওই ইমেলে? ৮ আগস্ট রাতে পাঠানো ওই ইমেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি খু'নের হু'মকি দেওয়া হয়েছে। প্রকাশিত ওই রিপোর্ট অনুযায়ী, এই আইডিতে ইমেলটি পাঠানো হয়েছে। লেখা হয়েছে, ই'নস্ট্রা'কশ'ন: কি'ল নরেন্দ্র মোদি।

এই ই-মেল প্রকাশ্যে আসার পরই তত্‍পর হয়েছে দেশের প্রত্যেকটি নিরা'পত্তা সংস্থা। প্রধানমন্ত্রী নিরা'পত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটে'কশন গ্রুপের (এসপিজি) সঙ্গে আলোচনায় বসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়। পাশাপাশি তৎপর 'র', ইন্টে'লিজে'ন্স ব্যুরো (আইবি), ডিফে'ন্স ইন্টে'লিজে'ন্স এজে'ন্সিও। রাতারাতি প্রধানমন্ত্রীর নিরা'পত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ই-মেলটি দেশের বাইরে থেকে পাঠানো হয়েছে। কে বা কারা এই ছ'ক ক'ষছে তা জানতে তদ'ন্ত শুরু করেছে নিরা'পত্তা এজে'ন্সিগুলি।

প্রসঙ্গত, বৃহস্পতিবারই টুইটারে প্রধানমন্ত্রীর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের এই অ্যাকাউন্টটি হ্যা'ক করা হয়। হ্যা'কাররা করোনার ত্রাণ তহবিলের জন্য অনুদান দেওয়ার আবেদন জানায়। ক্রিপ্টো কয়েনের মাধ্যমে এই অনুদান দিতে হবে বলে দাবি করে। এই দান পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডে দিতে বলা হয়। আরেকটি অসংলগ্ন টুইটে আবার লেখা হয়, ''এই অ্যাকাউন্টটি জন উইক হ্যাক করেছে, আমরা পেটিএম মলকে হ্যা'ক করিনি।'' এরপর কিছুক্ষণের মধ্যে এনআইএ-এর হাতে ওই চিঠিটি আসে। দুটি ঘ'টনার মধ্যে যোগও খ'তিয়ে দেখা হচ্ছে।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে