শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩১:৪৫

ভারতের তামিলনাডুতে ভ'য়ঙ্কর বি'স্ফো'রণে ৯ নারী নিহ'ত

ভারতের তামিলনাডুতে ভ'য়ঙ্কর বি'স্ফো'রণে ৯ নারী নিহ'ত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাডুতে একটি আত'শবাজি কারখানায় বি'স্ফো'রণে নয় নারী নিহ'ত হয়েছেন। বি'স্ফো'রণে গু'রু'তর আহ'ত হয়েছেন আরও চারজন। এছাড়া বি'স্ফো'রণে কারখানার মালিকও মা'রা গেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাজ্যের রাজধানী চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দূরে কুদ্দালোরে এ ঘ'টনা ঘ'টেছে।

কুদ্দালোরের পুলিশ সুপার অভিনব জানিয়েছেন, কারখানাটি লা'ইসে'ন্সপ্রা'প্ত ইউনিট ছিল। নিহ'তদের আটজন শ্রমিক ছিলেন। তবে তারা দেশীয় বো'মা তৈরি করছিলেন কি-না এবং তারা কেবল অ'নুমো'দিত বি'স্ফো'রক তৈরি করছিলেন কি-না, তা খ'তিয়ে দেখা হচ্ছে। দেশটির গণমাধ্যম জানায়, দিওয়ালি উৎসব উপলক্ষে ওই কারখানায় আ'ত'শবাজি উৎপাদনের কর্মযজ্ঞ চলছিল। এছাড়া এর সঙ্গে এসে যোগ হয়েছে দুর্গাপূজাও। বছরের এ সময়টাতে এখানের শ্রমিকদের একটু ভালো আয় হতো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে