শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৬:২৩

মিয়া খলিফার খোঁ'জ করছেন মার্কিন সেনারা

মিয়া খলিফার খোঁ'জ করছেন মার্কিন সেনারা

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প'র্ন তারকা মিয়া খলিফার ব্যা'পারে সিরিয়ার জনগণের কাছে জানতে চাচ্ছেন মার্কিন সেনা সদস্যরা। টিকটকের এক ভিডিওতে অন্তত সেটাই দেখা যাচ্ছে। ভিডিওটি টুইটারে পোস্ট করার পর ব্যা'পক আলোচনায় এসেছে। টিকটকের ওই ভিডিওতে দেখা যায়, মার্কিন সেনা সদস্য রিচার্ড উলফগ্যাং সিরিয়ার একটি ত'ল্লা'শি চৌকিতে দুই যুবককে দাঁড় করেছেন। 

এরপর তাদের কাছে মিয়া খলিফার ব্যাপারে জানতে চাচ্ছেন। ভিডিওর ক্যা'পশনে লেখা আছে, আমরা জানতে চাচ্ছিলাম- তারা মিয়া খলিফাকে দেখেছে? তবে সিরিয়ার যুবকরা মিয়া খলিফার ব্যাপারে কিছু বুঝতেই পারেনি। মার্কিন সেনা সদস্য মনে করছে, তাদের আরো আরবি জানা দরকার।

ভিডিওটির নিচে অনেকেই লিখেছেন, সিরিয়ার ওই যুবকরা সত্যিই মজার মানুষ। যদিও মার্কিন সেনার এ ধ'রনের আ'চ'রণ ও বি'ব্র'তকর প্রশ্ন নিয়ে স'মালো'চনা চলছে। তাদের এ ধ'রনের আ'চরণ একেবারেই অপে'শাদার বলে মনে করেন নে'টিজে'নদের একাংশ। একজন লিখেছেন, প'র্ন দেখে না বলে সিরিয়ার জনগণকে বো'কা ভাবে মার্কিন সেনারা! মার্কিন সেনাবা'হি'নী এভাবেই সেখানকার জনগণকে বিবেচনা করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে