আন্তর্জাতিক ডেস্ক : উত্তে'জনা কমাতে দুই দেশের প্রতির'ক্ষামন্ত্রীর বৈঠকে তেমন সুফল আসেনি। এক ইঞ্চি জমিও না ছাড়ার ঘোষণা দিয়ে উত্তে'জনা বাড়িয়ে তোলায় ভারতকে দো'ষারো'প করেছে চীন। শনিবার এক সরকারি বিবৃতিতে চীন জানিয়েছে, সীমান্তে সাম্প্রতিক উত্তে'জনার কারণ ও বাস্তবতা দু'টিই খুব স্পষ্ট। এই উত্তে'জনা সৃষ্টি, জিইয়ে রাখা ও বাড়িয়ে তোলার জন্য ভারতই পুরোপুরি ভাবে দা'য়ী।
চীন এক ইঞ্চি জমিও ছাড়বে না জানিয়ে এতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব ও অখ'ণ্ডতা বজায় রাখতে চীনের সেনাবা'হিনী দৃ'ঢ়প্রতি'জ্ঞ, সক্ষম ও আত্মবিশ্বাসী। চীন সরকারের এই বিবৃতির পর ভারতীয় প্রতির'ক্ষামন্ত্রণালয়ও পা'ল্টা বিবৃতিতে দিয়েছে। এতে বলা হয়, বিপুল সেনা সমাবেশ, আগ্রা'সী মনোভাব ও স্থি'তাব'স্থা ভে'ঙে দেয়ার ব্যাপারে চীনের তৎ'পরতা দ্বিপাক্ষিক চু'ক্তির শ'র্তগুলো পুরোপুরি ল'ঙ্ঘ'ন করছে।
সীমান্ত উত্তে'জনা নির'সনে শুক্রবার রাশিয়ার মস্কোয় চীনা প্রতির'ক্ষামন্ত্রী ওয়েই ফংহ-র সঙ্গে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ২ ঘণ্টা ২০ মিনিটের বৈঠকে করেন। 'সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন' এর সম্মেলনে অংশ নিতে দু'জনই মস্কোতে গেছেন। সম্মেলনের ফাঁকে শুক্রবার দিনের শেষভাগে এই দুই নেতা নিজেদের সীমান্তের বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন।
বৈঠক শেষে উত্তে'জনা হ্রা'সে বেইজিংয়ের সঙ্গে নয়াদিল্লি কাজ করতে রাজি হয়েছে বলে জানানো হয়। শনিবার ভারতের প্রতির'ক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, উভয় পক্ষই একটি বিষয়ে একমত হয়েছে যে, তারা কেউই সীমান্ত পরি'স্থি'তি আরো জ'টি'ল হয়ে উঠতে পারে বা সীমান্ত এলাকায় উত্তে'জনা ছড়াতে পারে এমন কোনো কিছু করবে না।