শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫২:৩৯

২৪ ঘণ্টায় ৮৬ হাজার করোনা শ'না'ক্ত! ভারতে মোট আক্রা'ন্ত ৪০ লক্ষ ছা'ড়াল

২৪ ঘণ্টায় ৮৬ হাজার করোনা শ'না'ক্ত! ভারতে মোট আক্রা'ন্ত ৪০ লক্ষ ছা'ড়াল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে দৈনিক সং'ক্র'মণে যে ভাবে বা'ড়ছে তা রী'তিম'তো উদ্বে'গের। গত পাঁচ দিন ধ'রে ভারতে যে সংখ্যক নতুন সং'ক্র'মণ ধ'রা পড়েছে তা বিশ্বে স'র্বো'চ্চ। গত দু'দিন ৮৩ হাজার থাকার পর আজ তা ৮৬ হাজারে পৌঁ'ছালো। সেই সঙ্গে গত দু'দিনের তু'লনায় এক লক্ষ কম কোভি'ড পরীক্ষা হয়েছে। সং'ক্র'মণ হা'রও আজ বেড়ে ৮ শতাংশ পা'র করেছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রনালয়ের প'রি'সং'খ্যান অ'নুসা'রে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৮৬ হাজার ৪৩২ জন নতুন করে করোনা আ'ক্রা'ন্ত হয়েছেন। এই নিয়ে ভারতে মোট আ'ক্রা'ন্ত হলেন ৪০ লক্ষ ২৩ হাজার ১৭৯ জন। ওই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আ'ক্রা'ন্তের সংখ্যা য'থাক্র'মে ৫০ হাজার ৮৫৯ ও ৫০ হাজার ১৬৩ জন। গত ২০ দিন ধ'রেই আমেরিকা ও ব্রাজিলের তু'ল'নায় ভারতে বেশি মানুষ নতুন করে করোনা আ'ক্রা'ন্ত হচ্ছেন। কিন্তু গত দু'দিনে ভারতে আ'ক্রা'ন্ত বৃ'দ্ধি ওই দু'টি দেশের তু'ল'নায় অনেক বেশি হয়েছে। আ'ক্রা'ন্তের নি'রি'খে বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকায় মোট আ'ক্রা'ন্ত ৬২ লক্ষ ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ৪০ লক্ষ ৯১ হাজার।

মহারাষ্ট্র, অ'ন্ধ্রপ্রদেশ ও কর্নাটকের মতো রাজ্যে দৈনিক সং'ক্র'মণ বা'ড়'ছে। তু'ল'নায় তামিলনাড়ুর প'রি'স্থি'তি একটু হলেও নি'য়'ন্ত্র'ণে। উত্তরপ্রদেশেও দৈনিক সং'ক্র'মণ বে'ড়ে'ছে। তেলঙ্গানা, আসাম, ওড়িশা, পাঞ্জাব, হরিয়ানা, ছত্তীসগঢ়ের মতো রাজ্যে গত কয়েক দিনে দৈনিক সং'ক্র'মণ উল্লে'খযো'গ্য হা'রে বে'ড়ে'ছে। দিল্লিতে গত মাসের দৈনিক সং'ক্র'মণ নি'য়'ন্ত্রণে এসছিল। কিন্তু শেষ ক'দিনে রাজধানীর দৈনিক আ'ক্রা'ন্ত আড়াই হাজার ছা'ড়া'চ্ছে। বরং বিহার ও পশ্চিমবঙ্গে দৈনিক আ'ক্রা'ন্তের সং'খ্যা একই গ'ণ্ডি'তে আ'ব'দ্ধ রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে