শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৯:৩৪

আদালতের সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারছিলেন না বৃদ্ধা, সিঁড়িতেই আদালত বসালেন বিচারক

আদালতের সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারছিলেন না বৃদ্ধা, সিঁড়িতেই আদালত বসালেন বিচারক

আন্তর্জাতিক ডেস্ক :  ভারতের তেলেঙ্গানা রাজ্যে আদালতের সিঁড়ি বেয়ে উঠতে পারছিলেন না এক বৃদ্ধা। হ'তাশ হয়ে বসেছিলেন সিঁড়ির গোড়ায়। পরে খবর পেয়ে ফাইলপত্র নিয়ে নিজেই নিচে নেমে অভি'যোগ শুনে সুরাহা করে দিলেন বিচারক। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

তেলেঙ্গানা রাজ্যের ভুপালপল্লির জেলা আদালতে এ ঘ'ট'না ঘ'টেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভা'ইরাল এ ঘ'ট'না।

আব্দুল হাশেম নামের ওই বিচারক তার কেরানির কাছে জানতে পারেন, বয়স্ক ভাতা পাচ্ছেন না বলে দুই বছর ধ'রে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন ওই বৃদ্ধা। শুনানির দিন ঠিক হলেও, বয়স আর ক্লান্তির কারণে সিড়ি বেয়ে উঠতে পারছিলেন না তিনি। সব শুনে আবদুল হাশেম নিচে নেমে সিঁড়ির গোড়ায় বসেই শুনানি সম্পন্ন করেন। দুই বছর ধরে ঝু'লে থাকা বিষয়টিরও সুরাহা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে