আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশ'স্ত্র সংগঠন হামাস বলেছে, ইসরাইলের বাণিজ্যিক নগরী তেলআবিবসহ বিভিন্ন শহরে হা'মলা করার মতো ক্ষে'পণা'স্ত্র তাদের কাছে আছে। হামাস নেতা ইসমাইল হানিয়া রোববার লেবাননে ফিলিস্তিন শ'রণা'র্থী শিবির পরিদর্শনে গিয়ে এ কথা বলেন।
ইসরাইলের অধি'কৃত গাজা এলাকাটি মূলত শা'সন করছে হামাস। সম্প্রতি ইসরাইলি বাহি'নীর হা'মলার প্র'তিবা'দে প্রায়ই আ'গুনে বেলুনসহ রকেট হা'মলা চালায় হামাস সমর্থিত ফিলিস্তিন যুবকরা। লেবাননের দক্ষিণাঞ্চলীয় সিডন বন্দরের পাশে এইন এল-হেলওয়ে শরণার্থী শিবির পরিদর্শনে গেলে সেখানকার ফিলিস্তিন শরণার্থীরা ইসমাইল হানিয়াকে কাঁধে নিয়ে উল্লা'স করেন।
এ সময় ইসমাইল হানিয়া বলেন, তাদের সঙ্গে আর গাজায় সং'ঘ'র্ষ হবে না, আমরা এখন তেলআবিব হা'মলা করব। সেই সামর্থ্য এখন আমাদের আছে। এদিকে নিজেদের মধ্যে সম্পর্ক জোর'দার করছে হামাস ও হিজবুল্লাহ। নিজেদের সম্পর্ক আরো জোর'দার করার বিষয়ে ঐকমত্য হয়েছে। সূত্র : আরব নিউজ