আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বরেলি জেলায় কয়েকদিনের ব্যবধানে ২ মুসলিমকে পি'টি'য়ে হ'ত্যা করা হয়েছে। উত্তরপ্রদেশ রাজ্যে ক্ষমতায় রয়েছে হি'ন্দু'ত্ববা'দী দল বিজেপি। মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ নিজে একজন পু'রোহি'ত। গত শুক্রবার সেখানকার বরেলি জেলায় ওয়াজিদ খান নামে ৩০ বছরের এক যুবককে চু'রির অভি'যোগে গাছে বেঁ'ধে নি'র্ম'মভাবে পে'টা'নো হয়। তখন প্রত্য'ক্ষদ'র্শীদের অনেকেই প্র'তি'বা'দ তো দূরের কথা, উ'ল্টো মা'রধ'রের ভি'ডিও করতেই ব্য'স্ত ছিলেন।
পরে শনিবার তাকে মু'মূ'র্ষ অব'স্থায় পুলিশের হাতে তু'লে দেয়া হয়। কিন্তু, তার বি'রু'দ্ধে কোন অভি'যোগ না থাকায় কোন চিকিৎসা না করিয়েই তাকে ছে'ড়ে দেয়া হয়। শেষে এক আত্মীয় তাকে হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অতিরি'ক্ত র'ক্তক্ষ'র'ণের কারণে রোববার মৃ'ত্যু হয় তার। ওয়াজিদের মায়ের অভি'যোগ, ‘শুধু ম'জা পেতেই আমার ছেলেটাকে পি'টি'য়ে মে'রে ফে'লা হলো।’
দিন কয়েক আগেই এই বরেলিতেই ঘ'টে'ছিল একই রকম আরেকটি ঘ'ট'না। মহিষ চো'র স'ন্দে'হে শাহরুখ (২০) নামের এক মুসলিম যুবককে পি'টি'য়ে হ'ত্যা করা হয়। গত কয়েক বছরে, ভারতজু'ড়ে গরু চু'রি ও পা'চা'রের অভি'যোগে মুসলিমদেরকে পি'টি'য়ে হ'ত্যার অসং'খ্য ঘ'ট'না সংবাদমাধ্যমগুলোতে এসেছে। সূত্র: মুম্বাই মিরর।