আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান গ্রিসকে সত'র্ক করলেন। হু'মকির সু'রে তিনি বলেছেন, পূর্ব ভূমধ্যসাগরের বি'র্তকি'ত এলাকার বিষয়ে আঙ্কারার সঙ্গে আলোচনায় বসতে নইলে এক বেদনাদায়ক পরি'ণতি ভো'গ করতে হবে।
ইস্তাম্বুলে একটি হাসপাতাল উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোগান একথা বলেন। তিনি বলেন, গ্রিসকে হয় রাজনীতি ও কূ'টনীতির ভাষা বুঝতে হবে আর না হয় বেদনাদায়ক অভিজ্ঞতার জন্য তৈরি থাকতে হবে।
তিনি হুঁ'শিয়ারি দিয়ে বলেন, যে কোনও মূল্যে এবার তুরস্ক তার ভৌগোলিক অধিকার র'ক্ষা করবে। এরদোগানের বক্তব্য, তুরস্ক ও তুর্কি জনগণ হিসেবে তারা সব ধরনের সম্ভাবনা এবং পরি'ণতির জন্য প্রস্তুত রয়েছেন। তুরস্ক ও গ্রিস- দু'টিই মার্কিন নেতৃ'ত্বাধীন ন্যাটো বাহি'নীর সদস্য দেশ। দীর্ঘদিন ধ'রে তারা ভূমধ্যসাগরের জলসীমা ও খনিজসম্পদ নিয়ে বি'বাদে লি'প্ত রয়েছেন।
সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাসের অ'নুস'ন্ধা'ন জো'রদা'র করেছে তুরস্ক।আর তাতে প্রতি'বাদ করছে গ্রিস। এ ঘ'টনায় গ্রিসের পক্ষ নিয়েছে ইউরোপের প্রভাবশালী দেশ ফ্রান্স। তাতে উ'ত্তে'জ'না আরও বেড়ে গেছে।