মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৩০:১৬

'যু'দ্ধ হলে চীনের কাছে পরা'স্ত হওয়া ছাড়া ভারতের সামনে আর কোনও রাস্তা নেই'

 'যু'দ্ধ হলে চীনের কাছে পরা'স্ত হওয়া ছাড়া ভারতের সামনে আর কোনও রাস্তা নেই'

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সরকারি সূত্রে জানানো হয়েছে, ফা'য়ারিং হলেও প'রিস্থি'তি নিয়ন্ত্রণে। দুই পক্ষ একে অপরকে ওয়ার্নিং দিতে গু'লি চালিয়েছে। 

চীনের পিপলস আর্মির একজন মুখপাত্রের বরাত দিয়ে  এনডিটিভি জানিয়েছে, ভারতীয় সেনারা প্যাঙগন লেকের দক্ষিণ তীরে মূল নিয়ন্ত্রণরেখা (এলএসি) অতিক্র'ম করে যায়। এরপর ওয়া'র্নিং দিতে গু'লী চালায়। চীনের সেনারাও প'রিস্থি'তির ভারসাম্য রক্ষায় পা'ল্টা ব্যবস্থা নেয়। কিন্তু পা'ল্টা ব্যবস্থাটা কী, তা জানাননি মুখপাত্র। অন্যদিকে এ ঘ'ট'নায় ভারত এখনো মুখ খোলেনি।

ভারত কতটা প্র'স্তুত যু'দ্ধের প'রিস্থি'তি মো'কাবিলা করতে? এই প্রশ্নের উত্তরে সেনাপ্রধান জানিয়েছেন জওয়ানরা তৈরি। কিন্তু মস্কোতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পরেও সুর নরম করেনি চীন। শনিবার চীন বলেছে, ভারত ও চীন, দু’জনেই পরমাণু শক্তিধর দেশ। কিন্তু যু'দ্ধ হলে চীনের কাছে পরা'স্ত হওয়া ছাড়া ভারতের সামনে আর কোনও রাস্তা নেই।-ইন্ডিয়া টুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে