মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২০, ১১:১০:৪২

আমেরিকা ইসলামি শাসনব্যবস্থা উৎখা'ত করার চেষ্টা করছে: রুহানি

আমেরিকা ইসলামি শাসনব্যবস্থা উৎখা'ত করার চেষ্টা করছে: রুহানি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর আমেরিকার আরো'পিত অ'ন্যায় ও নি'পীড়নমূলক নিষে'ধা'জ্ঞার নি'ন্দা জানিয়ে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মার্কিন সরকারের এ ধরনের দা'ম্ভিক আচ'রণ ও হু'মকি-ধম'কির কাছে তার দেশ ন'তিস্বীকার করবে না। ইরান সফররত সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস সোমবার তেহরানে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, দু’টি দেশের সম্পর্ক হওয়া উচিত আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর ভি'ত্তিতে; অথচ আমেরিকা সেসব আইন ল'ঙ্ঘন করে বহু বছর ধ'রে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হ'স্তক্ষেপ ও এদেশের ইসলামি শাসনব্যবস্থা উৎখা'ত করার চেষ্টা করছে। রুহানি বলেন, আমেরিকা যেদিন তার অতীত ভুলের পুনরাবৃত্তি বন্ধ করবে এবং ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসবে সেদিন তার সঙ্গে আলোচনার বিষয়টি বিবেচনা করা হবে তার আগে নয়।

সাক্ষাতে সুইস পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে তার দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের একশ বছর পূর্তির প্রতি ই'ঙ্গিত করে বলেন, ইরানের সঙ্গে সুইজারল্যান্ডের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং এ সম্পর্ককে আরো শ'ক্তিশালী করা উচিত। সূত্র: পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে