মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:২৮:৪৪

লাদাখ সীমান্তের বর্তমান পরি'স্থিতি খুবই স'ঙ্ক'টপূর্ণ : জয়শংকর

লাদাখ সীমান্তের বর্তমান পরি'স্থিতি খুবই স'ঙ্ক'টপূর্ণ : জয়শংকর

আন্তর্জাতিক ডেস্ক : দু'দিন পরই মস্কো যাওয়ার কথা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের। ভারত-চীন সীমান্ত সম'স্যা নিয়ে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াইইয়ের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। কিন্তু এরই মাঝে সোমবার গভীর রাতে ফের অশান্ত হল প্যাংগং সীমান্ত। জানা গিয়েছে ''দুই দেশের সম্পর্ক থেকে সীমান্ত সম'স্যাকে আলাদা করা যাবে না'' 

এই বিষয়ই বৈঠকে প্রাধান্য পাবে। প্রকৃত নিয়'ন্ত্রণ রেখায় সোমবার রাতের পরি'স্থিতি নিয়ে উদ্বে'গ প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী। তিনি বলেন, ''বর্তমান পরি'স্থিতি খুবই স'ঙ্ক'টপূর্ণ। অনেকটা গভীরে গিয়ে কথা বলা প্রয়োজন। দুই দেশের রাজনৈতিক স্তরে আলোচনার দরকার রয়েছে।''

সাংহাই কোঅ'পারেশন অর্গা'নাইজেশন ফরেন মিনি'স্ট্রার্সদের যে বৈঠক রয়েছে মস্কোতে সেখানেই উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ই-আড্ডায় বিদেশমন্ত্রী বলেন, ''ভারত ও চীনের মধ্যে জ'টিল সম্পর্ক রয়েছে এবং আমার দায়িত্ব এটাকে সঠিক পথে নিয়ে যাওয়া। বাস্তব ইস্যু হল সেনা সরানো ও সেনা কমানো। শান্তি ও স্থিতাবস্থাই চীনের সঙ্গে সম্পর্কের ভিত্তি হওয়া উচিত।''

গত মে মাসের শুরু থেকে পূর্ব লাদাখ সীমান্তে একে অপরের চোখে চোখ রেখে অবস্থান করছে দু'দেশের সেনা। সীমান্ত সং'ঘা'ত পরি'স্থিতি এমন পর্যায়ে পৌঁছোয়, যে তা র'ক্তক্ষ'য়ী সং'ঘ'র্ষে পরিণত হয় গত ১৫ জুন। এরপর থেকে সাম'রিক, কূ'টনৈ'তিক স্তরে একাধিক আলোচনা হলেও সীমান্ত জ'ট কাটেনি। সোমবার নতুন করে প্যাংগংয়ে সম'স্যা গভীর চিন্তা বৃদ্ধি করলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে