আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের দুই সেনা সদস্য রোহিঙ্গাদের ও'পর কীভাবে ব'র্বর নির্যা'তন করা হয়েছে তার স্বী'কারো'ক্তি দিয়েছে আন্তর্জাতিক অ'পরা'ধ আদলতে (আইসিসি)। তারা জানিয়েছে, ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের বিরু'দ্ধে মিয়ানমার সামরিক বাহিনীর ক্লিয়ারেন্স অপা'রেশনের সৈনিকদের ওপর নি'র্দেশ ছিল ‘যাকে দেখবে তাকে গু'লি করবে’। এ সময় তারা কীভাবে একে একে গ্রামের পর গ্রাম, গণকব'র, হ'ত্যা ও ধ'র্ষণ করেছে তার বর্ণনা দিয়েছে।
স্বী'কারো'ক্তি দেয়া দুই সৈনিক হল– মিও উইন তুন (৩৩) ও জ নায়েং তুন (৩০)। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফরটিফাই রাইটসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
মিও উইন তুন জানিয়েছেন, তিনি কর্মকর্তাদের আ'নুগত্য করেছেন। ৩০ জন রোহিঙ্গা মুসলমানদের গণহ'ত্যায় অংশ নিয়েছিলেন। সে সময় সেল টাওয়ার ও সামরিক ঘাঁ'টির কাছে একটি গ'ণক'বর দিয়েছেন।
জ নায়েং তুন বলেন, আমরা প্রায় ২০ টি গ্রাম নিশ্চি'হ্ন করে দিয়েছি। পরে শিশু ও বয়'স্কদের মৃ'তদে'হ একটি গণক'বরে ফেলেছি। এই দুইজন হেগে অবস্থিত আন্তর্জাতিক অ'পরা'ধ আদালতে এসব কথা বলেন। স্বী'কারো'ক্তি অনুযায়ী শুধুমাত্র এই দুজন কমপক্ষে ১৫০ জন রো'হিঙ্গা হ'ত্যাকা'ণ্ডের সঙ্গে জ'ড়িত। এ ছাড়া কয়েক ডজন গ্রাম ধ্বং'সের সঙ্গে জ'ড়িত।