বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৩:৩৩

জেলখানায় গাদাগাদি করে থাকা কয়েদিরা এখন মাস্কও পরছেন

জেলখানায় গাদাগাদি করে থাকা কয়েদিরা এখন মাস্কও পরছেন

আন্তর্জাতিক ডেস্ক: এটি কেসালটেপেক জেলখানার একটি সে'লের দৃ'শ্য। দেশটির কু'খ্যা'ত দুটি গ্যাং'য়ের সদস্যরা সেখানে ব'ন্দি। সেলের বাইরে এই ছবিটি ইসালকো জেলখানার।

এলসালভাদরের অ'পরা'ধী গ্যাং'য়ের সদস্যরা ব'ন্দি আছে এমন দুটি জেলখানা পরিদর্শনের সুযোগ মিলেছে গণমাধ্যমগুলোর। ব'ন্দি'দের সঙ্গে সরকার গো'পনে আলোচনা করছে এমন খবরের পরিপ্রে'ক্ষিতেই সংবাদমাধ্যমকে সেখানে যেতে দেয়া হয়। গণমাধ্যমকর্মীরা পরিদর্শনের সময় একটি দলকে তাদের সেল থেকে বাইরে বে'র করে আনা হয়। তখন তাদের সে'লে ত'ল্লা'শি চ'লছিল। 

জেলখানা বিব'দমান দুই 'গ্যাং'য়ের সদস্যদের রাখা হয়েছে। বারিও এইটিন আর এমএস থার্টিন নামে পরিচিত তারা। দুই দলের সদস্যদের দুটি জেলখানায় একসঙ্গে রাখা হয়েছে।
গণমাধ্যমকর্মীরা পরিদর্শনের সময় ব'ন্দি'দের কারও শরীরে জামা দেখতে পাননি। অধিকাংশই অ'ন্তর্বা'স পরি'হি'ত ছিলেন। করোনার কারণে মাস্ক ছিল তাদের মুখে। কিন্তু রাখা হয়েছে গা'দাগা'দি করে।

বার্তা সংস্থা এএফপিকে ২৬০০ 'গ্যাং' সদস্যের একজন বলেছেন, তারা তাদের আত্মীয়-স্বজনের বা বাইরের কারো সঙ্গে দীর্ঘ সময় দেখার সুযোগ পাননি। তাদের অসু'স্থতাকালীন বা স্বাভাবিক চাহিদাগুলোর কোনোটিই সেখানে পূরণ করা হয় না।

দেশটির প্রেসিডেন্ট নায়েব বুকেলে প্রধান দুই গ্যাংয়ের সদস্যদের ব'ন্দি করে অ'পরা'ধে রা'শ টা'নতে স'ক্ষ'ম হয়েছেন। ২০১৯ সালের মাঝামাঝিতেও যেখানে প্রতি এক লাখ অধিবাসীর মধ্যে ৫২টি হত্যার ঘ'ট'না ঘ'টে'ছে, বছর শেষে তা কমে এসেছে ৩৬-এ। হ'ত্যার ঘ'ট'না ৫২ ভাগ কমেছে চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়েও।

সরকারি হিসাবে দেশটিতে অপরাধী 'গ্যাং'য়ের সদস্য প্রায় ৭০ হাজার। এর মধ্যে এখন ১৭ হাজার ব'ন্দি রয়েছেন বিভিন্ন কারা'গারে। অ'পরা'ধের মা'ত্রা হ্রা'স ও মধ্যবর্তী নির্বাচনে জয়লাভের জন্য গত এক বছর ধ'রে নায়েব বুকেলে শীর্ষ 'গ্যাং'গুলোর সঙ্গে স'মঝো'তা করেছেন, এমন অ'নুস'ন্ধা'নী প্রতিবে'দন প্র'কাশ করেছে স্থানীয় গণমাধ্যম এল ফারো। সরকারের সঙ্গে স'মঝো'তা প্রমাণ হিসেবে জেলখানার বিভিন্ন ন'থিও প্র'কাশ করেছে তারা। এর আগে সরকার এবং অপ'রাধী গ্রু'পের গো'পন যোগাযোগের অভি'যোগ তু'লেছিল ব্রাসেলসভিত্তিক ‘ইন্টারন্যাশনাল ক্রা'ইসি'স গ্রু'প’। 

গণমাধ্যমের অ'নুস'ন্ধা'নী প্রতিবে'দনের ত'থ্য অ'স্বী'কার করছেন নাইব বুকেলে। টুইটে তিনি চ্যা'লে'ঞ্জ ছু'ড়ে বলেছেন, ব'ন্দি'দের কোনো সুবিধা দেয়া হচ্ছে এমন অন্তত একটি উদাহরণ তাকে দেখাতে। গণমাধ্যমের প্রতিবে'দনে জেলখানা পরিচালক ওসিরিস লুনাকে স'মঝো'তায় জ'ড়ি'ত বলা হয়েছে। অভি'যোগ অ'স্বী'কার করেছেন তিনিও। 

প্রতিবেদ'নটি প্র'কা'শের পর চা'পে পড়েছেন প্রেসিডেন্ট। ত'দ'ন্ত শুরু হয়েছে তার নিজ দল থেকেও। এ পরি'স্থি'তিতে গণমাধ্যম সদস্যদের জন্য দুটি জেলখানা উ'ন্মু'ক্ত করে দেয়া হয়। ব'ন্দি'দের প্রতি সরকার কতটা ক'ঠো'র তা দেখানোই ছিল এর উদ্দেশ্য।সূত্র : ডয়চে ভেলে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে