আন্তর্জাতিক ডেস্ক : দ্বিপা'ক্ষিক সম্পর্ক জো'রদার ও ও আঞ্চলিক নিরা'পত্তা ই'স্যুতে ইরানকে পাশে পেতে ব্যা'পক তৎপরতা চালাচ্ছে ভারত। চলতি সপ্তাহে দুই দিনের ব্যবধানে ভারতের দু'জন মন্ত্রী ইরান সফর করেছেন। প্রতির'ক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পর ইরান সফর করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর।
মঙ্গলবার তেহরানে পৌঁছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এর আগে গত শনিবার প্রতির'ক্ষা ও সাম'রিক ক্ষে'ত্রে সহযোগিতা জো'রদা'র করতে তেহরান আসেন ভারতের প্রতির'ক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি ইরানের প্রতির'ক্ষামন্ত্রী ব্রিগে'ডিয়ার জেনারেল আমির হাতামির সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন।
বৈঠকের বিষয়ে মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীই সব ক্ষেত্রে সম্পর্ক আরও ঘনি'ষ্ঠ করতে চেয়েছেন। দু'পক্ষই এ বিষয়ে আন্তরিক বলে তারা জানিয়েছেন। সম্প্রতি লাদাখ নিয়ে চীনের সঙ্গে বিরো'ধে জড়িয়েছে ভারত। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে কাশ্মীর নিয়ে উত্তে'জনা বিরাজ করছে।
এমন পরি'স্থিতিতে ইরানের সঙ্গে আঞ্চলিক নিরা'পত্তার বিষয়টি বিশ্লে'ষকরা ভিন্ন চোখে দেখছেন। গু'ঞ্জ'ন উঠেছে, ভারত থেকে মুখ ফিরিয়ে চীনের সঙ্গে সখ্যতা গড়ছে ইরান। চীনের সঙ্গে বিশাল অংশীদারত্ব চুক্তি চূড়ান্ত হওয়ার পরপরই ভারতের সঙ্গে করা চু'ক্তি থেকে একের পর এক সরে আসছে তেহরান। সূত্র : ইরনা