বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৯:৫৩

উজবেকিস্তানের নাগরিক সেই আবদুল কাদিরকে ১৪০০ বছরের কা'রাদ'ণ্ড দিল তুরস্কের আদালত

 উজবেকিস্তানের নাগরিক সেই আবদুল কাদিরকে ১৪০০ বছরের কা'রাদ'ণ্ড দিল তুরস্কের আদালত

আন্তর্জাতিক ডেস্ক: নাই'ট ক্লা'বে হা'ম'লার ঘ'টনায় উজবেকিস্তানের নাগরিক আবদুল কাদির মাশারিপভকে ১ হাজার ৪০০ বছর কা'রাদ'ণ্ড দিয়েছে তুরস্কের আদালত।২০১৭ সালে নববর্ষের রাতে ইস্তাম্বুলের রে'ই'না নাই'ট ক্লা'বে ব'ন্দু'ক হা'মলা চা'লিয়ে কাদির ৩৯ জন নি'রপ'রাধ মানুষকে হ'ত্যা করেন। তিন বছর বিচার কা'র্যক্র'ম চ'লার পর গতকাল সোমবার রায় ঘো'ষণা করে ইস্তাম্বুলের একটি আদালত।

তুর্কি বা'র্তা সং'স্থা আনাদুলু জানিয়েছে, মাশারিপভকে স্বে'চ্ছা'য় হ'ত্যা ও সং'বি'ধান ল'ঙ্ঘ'নের অভি'যোগে যা'বজ্জী'বন কা'রাদ'ণ্ড দেওয়া হয়। এছাড়াও ৭৯ জনকে হ'ত্যা চে'ষ্টা'র অভি'যোগে তাকে আরও এক হাজার ৩৬৮ বছর কা'রাদ'ণ্ড দেওয়া হয়। দ'ণ্ড চ'লাকা'লে সে কোনো প্যা'রো'ল সুবিধা পাবে না।
এদিকে, এই হা'ম'লায় স'হযো'গিতার দা'য়ে ইলিয়াস মাসারিপভ নামে আরেক ব্যক্তিকে এক হাজার ৪০০ বছরের বেশি সময় কা'রাদ'ণ্ড দেওয়া হয়েছে। এছাড়া স'ন্ত্রা'সী সং'গ'ঠ'নটির সদ'স্য হওয়ায় আরও ৪৮ জনকে বিভি'ন্ন মে'য়া'দে কা'রাদ'ণ্ড দেওয়া হয়েছে।

উল্লে'খ্য, ২০১৭ সালে রেই'না নাই'ট ক্লা'বে একটি অ'টো'মে'টি'ক রা'ই'ফে'ল দিয়ে হা'ম'লা চা'লা'য় কাদির। ১টা ১৫ মিনিটে নাই'টক্লা'বটিতে যখন সবাই নতুন বছরকে স্বা'গ'ত জা'নাচ্ছিল তখন এই হা'ম'লাটি সং'ঘ'টিত হয়েছিল। সেই বছরই ১৭ জানুয়ারিতে স'ন্দে'হভা'জন ব'ন্দু'ক'ধা'রী আবদুল কাদির মাশারিপভকে আ'ট'ক করা হয়।সূত্র: বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে