বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৮:১১

তুরস্ক-সাইপ্রাস বিরো'ধ নির'সনে মধ্যস্থতায় প্রস্তুত রাশিয়া

তুরস্ক-সাইপ্রাস বিরো'ধ নির'সনে মধ্যস্থতায় প্রস্তুত রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুস'ন্ধান নিয়ে সাইপ্রাসের সঙ্গে তুরস্কের বি'রো'ধ নির'সনে মধ্য'স্থতা করতে চায় রাশিয়া। মঙ্গলবার সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদেসের সঙ্গে এক বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ প্রস্তাব দিয়েছেন। তুরস্ক ও সাইপ্রাসের মধ্যকার যেকোনও আলোচনায় মধ্যস্থতা করতে মস্কো প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। 

সাইপ্রাসের রাজধানী নিকোশিয়াতে অনুষ্ঠিত এ বৈঠকে সের্গেই ল্যাভরভ দেশটির প্রেসিডেন্টকে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে আমরা মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছি। ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুস'ন্ধান নিয়ে গ্রিস ও তুরস্কের মধ্যে বহুদিনের বিবা'দ রয়েছে। সম্প্রতি তুরস্ক সাইপ্রাসের নিকটবর্তী নিজেদের অংশে তেল-গ্যাস অনুস'ন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

আর এর বি'রু'দ্ধে অবস্থান নিয়েছে গ্রিস। গ্রিসকে সমর্থন দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। তাতে করে গ্রিস ও তুরস্ক উভয় দেশই ভূমধ্যসাগরে তাদের যু'দ্ধজাহাজ ও আকাশপথে বিমানের মহ'ড়া বাড়িয়েছে। এ নিয়ে দুটি দেশের মধ্যে বেশ উত্তে'জনাও বিরাজ করছে কিছুদিন ধ'রে। সূত্র : আল জাজিরা ও আনাদোলু এজেন্সি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে