বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০০:৪৯

প্রেম করলে প্রবেশ করার অনুমতি মিলবে ইতালি ভ্রমণের!

প্রেম করলে প্রবেশ করার অনুমতি মিলবে ইতালি ভ্রমণের!

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ভ'য়াব'হ প'রিস্থি'তি পার করেছে ইতালি। দেশটিতে ভ্রমণের ওপর নানা বি'ধিনি'ষেধ আ'রো'প রয়েছে। পারিবারিক স'ম্প'র্ক ছাড়া অন্য দেশ থেকে ইতালিতে প্রবেশ করার ওপর ক'ঠো'রতা আ'রো'প করা হয়েছিল। এমনকি প্রেমের সম্পর্কের জে'রে ইতালিতে প্রবেশে নি'ষেধা'জ্ঞা ছিল। এখন সেই বাঁ'ধা দূ'র হয়েছে।

গত সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের কোভিড-১৯ এর জন্য নি'রাপ'ত্তা অ'ধ্যাদে'শে প্রেমিক-প্রেমিকাও স্বামী-স্ত্রীর সম্পর্ক আছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে দেশটিতে ভ্রমণের দ্বার উ'ন্মু'ক্ত করেছেন। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ হতে যে কোন ব্যক্তি ইতালিতে প্রবেশ করতে পারবে যখন তার বিশ্বাস যোগ্য কোন স্থি'তিশী'ল সম্পর্ক থাকবে।

বর্তমান নিয়ম অ'নুযায়ী, কোন ইতালীয় নাগরিকের স্ত্রী বা সন্তানের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইতালি ভ্রমণ সম্ভব ছিল। তবে অবিবাহিত অংশীদারদের বা'দ দেয়া হয়েছিল। সেপ্টেম্বর থেকে অংশীদাররা ইউরোপীয় ইউনিয়নভু'ক্ত দেশগুলি থেকে তাদের প্রিয়জনের সাথে মিলিত হতে ইতালি ভ্রমণ করতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে