আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবা'দী রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সংযু'ক্ত আরব আমিরাতের শান্তিচুক্তি ও কূ'টনৈ'তিক সম্পর্ক স্বাভাবি'কীকরণের বিরো'ধিতায় সরব গোটা মুসলিমবিশ্ব। এবার আমিরাতের নতুন এই সিদ্ধান্তের বি'রু'দ্ধে প্রতি'ক্রিয়া জানিয়েছে বিশ্বের মুসলিম স্কলারদের নিয়ে গঠিত বৃহৎ সংগঠন 'ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারস' বা বিশ্ব মুসলিম ওলামা সংঘ।
মসজিদুল আকসা, আল কুদস (জেরুজালেম) ও ফিলিস্তিন দ'খলকারী অ'বৈ'ধ রাষ্ট্রটির সঙ্গে আমিরাতের এমন সম্পর্ককে হা'রা'ম ফতো'য়া দিয়েছে আলেমদের আন্তর্জাতিক এ সংস্থাটি। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় সংগঠনটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। বিশ্বের প্রভা'বশালী ২০০ আলেম ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে অংশ নেন।
ফতোয়ায় বলা হয়, ইসরাইলের সঙ্গে তথাকথিত এ শা'ন্তিচু'ক্তি ও কূটনৈ'তিক সম্পর্ক স্বাভাবি'কীকরণের বিষয়টি শরিয়তের দৃষ্টিতে নি'ষি'দ্ধ এবং অকা'র্যকর বলে সাব্যস্ত হবে। তা ছাড়া এটি বড় অ'পরা'ধ, সর্বশক্তিমান আল্লাহ ও তার রাসুলের সঙ্গে খিয়ানত এবং ফিলিস্তিন, ভূমি-জনগণ ও মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘা'তক'তা। সূত্র : আনাদোলু আরবি।