বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৪:৩৩

আফগান ভাইস প্রেসিডেন্টের বহরে বো'মা হা'মলা, নিহ'ত ১০

আফগান ভাইস প্রেসিডেন্টের বহরে বো'মা হা'মলা, নিহ'ত ১০

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর গাড়িবহর ল'ক্ষ্য করে রাস্তার পাশে পাতা বো'মা বি'স্ফো'রণ ঘ'টানো হয়। এতে অন্তত ১০ জন নিহ'ত হয়েছেন। বুধবারের সাকলের এ ঘ'টনায় আহ'ত হয়েছে কমপক্ষে আরও ১৫ জন। তবে দেশটির ভাইস প্রেসিডেন্ট প্রায় অ'ক্ষ'ত রয়েছেন। 

তার মুখপাত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলা জাজিরা। তবে তালেবান এ হা'মলার দা'য় অ'স্বী'কার করেছে। শহর এলাকায় হা'মলা না চালাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দলটির চু'ক্তি রয়েছে। বি'স্ফো'রণের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সালেহর বা হাতে ব্যান্ডেজ দেখা যায়। তিনি জানিয়েছেন, অফিসের যাওয়ার পথে তার বহর হা'মলার শি'কার হয়।

তিনি বলেন, ''আমি ভালো আছি, তবে আমার কিছু নিরা'পত্তা কর্মী আহ'ত হয়েছেন। আমার সন্তান আমার সঙ্গে গাড়িতে ছিল। আমরা উভয়ে ভালো আছি।'' ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বি'স্ফো'রণ কথা বলেছেন আমরুল্লাহ সালেহর দফতরের মুখপাত্র রাজওয়ান মুরাদ। তিনি বলেন, আজ আবারও আফগানিস্তানের শ'ত্রুরা সালেহর ক্ষ'তি করার চেষ্টা করেছিল। কিন্তু তারা তাদের অসৎ ল'ক্ষ্য অর্জনে ব্য'র্থ হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে