আন্তর্জাতিক ডেস্ক :: ৯০ বছরের বৃদ্ধাকে ধ'র্ষণের জঘন্য ঘ'টনা ঘ'টেছে দিল্লিতে। এরপর অ'ভিযু'ক্ত যুবককে গ্রেফ'তার করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, ধৃ'তের নাম সোনু। বছর ৩৩-এর এই যুবকের বাড়ি রেওলা খানপুরে। পেশায় মিস্ত্রি।
দক্ষিণ-পশ্চিম দিল্লির নি'র্জ'ন এলাকা ছাওলায় এই জ'ঘ'ন্য অ'পরা'ধটি ঘ'টে বলে গতকাল মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানায় পুলিশ। পুলিশের সিনিয়র এক কর্মকর্তা জানান, দুধওয়ালার কাছে পৌঁছে দেওয়ার কথা বলে বৃদ্ধাকে বাইকে তোলে ওই যুবক। কৌশলে সে নি'র্জ'নস্থানে বাইক নিয়ে যায়। সেখানে ওই বৃদ্ধাকে ধ'র্ষ'ণ করা হয়।
দ্বারকার ডেপুটি কমিশনার অফ পুলিশ সন্তোষ কুমার মীনা জানান, অ'ভিযু'ক্ত যুবককে গ্রে'ফতার এবং ধ'র্ষি'তার জবা'নব'ন্দি ইতিমধ্যে রেক'র্ড করেছে পুলিশ। মেডিক্যাল পরীক্ষাও করানো হয়েছে। পুলিশ জানায়, ধ'র্ষ'ণের ঘ'টনায় অসুস্থ হয়ে পড়েছিলেন ওই বৃদ্ধা। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তবে এখন শারীরিক অবস্থা স্থি'তিশীল রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশকে বৃদ্ধা জানিয়েছেন, সোমবার বিকেল ৫টার দিকে তিনি দুধওয়ালার জন্য অপেক্ষা করছিলেন। সেসময় ওই যুবকের সঙ্গে তার দেখা হয়। সে বৃদ্ধাকে জানায়, দুধওয়ালা আজ আসবে না। কাছেই একটা জায়গা রয়েছে, যেখানে গেলে দুধ পাওয়া যেতে পারে। এর পর সে মহিলাকে বাইকে তুলে একটি ফার্মে নিয়ে যায়। সেখানে তাকে ধ'র্ষ'ণ করা হয়।
বয়সের ভারে ক্লান্ত বৃদ্ধা পুলিশকে আরো জানান, বি'প'দ বুঝতে পেরে তিনি কাঁদতে থাকেন। ছেলেটিকে বিরত করতে তিনি বারবার বলছিলেন, আমি তোমার দাদির বয়সি। ছেলেটি এর পরেও পী'ড়াপী'ড়ি করলে বৃদ্ধা প্রতিহ'ত করতে চেষ্টা করেন। বা'ধা পেয়ে বৃদ্ধাকে মা'র'ধর করে সে। তারপর জো'রপূ'র্বক প্রবীণা মানুষটিকে ধ'র্ষ'ণ করা হয়। কিন্তু আশপাশের গ্রামবাসীর কানে কান্নার শব্দ যাওয়ায় তারা ঘ'টনাস্থলে এসে অ'ভিযু'ক্তকে ধ'রে ফেলে। তুলে দেন পুলিশের হাতে। শা'রী'রিক অ'ত্যা'চারে মহিলার র'ক্তক্ষ'রণ হচ্ছিল তখন।
জানা যায়, গ্রামবাসীরাই নিগৃ'হী'তার কাছ থেকে তার ছেলের ফোন নম্বর নিয়ে তার বাড়িতে এবং থানায় খবর দেয়। ঘ'টনাস্থ'ল থেকে বৃদ্ধাকে উ'দ্ধা'র করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ মেডিক্যাল পরীক্ষাও করায়। রিপো'র্টে একাধিক আ'ঘা'তের কথা বলা হয়েছে। দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল বলেন, ছ-মাসের শিশুকন্যা থেকে ৯০ বছরের বৃদ্ধা, দিল্লিতে কেউ নিরা'পদ নন। সুত্র : জি নিউজ