বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৩:৫৭

স্বর নরম করতে ফিলিস্তিনের ওপর আরব লীগের চা'প

স্বর নরম করতে ফিলিস্তিনের ওপর আরব লীগের চা'প

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত এবং ইহুদিবা'দী ইসরাইল সম্প্রতি দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার জন্য যে চু'ক্তি করেছে সে ব্যাপারে ক'ঠো'র অবস্থান থেকে সরে আসার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের ওপর চা'প সৃষ্টি করেছে আরব লীগ। সংস্থার প্রভা'বশালী দুই সদস্যদেশ বাহারাইন এবং আমিরাত এই চা'প সৃষ্টি করেছে। 

চা'পের মুখে ফিলিস্তিনি ক'র্তৃপ'ক্ষ এই চু'ক্তির ব্যাপারে তাদের স'মালো'চনা অনেকটা ক্ষী'ণ করবে বলে খবর বেরিয়েছে। অথচ এর আগে আরব লীগের সম্মেলনে ইসরাইল এবং আমিরাতের মধ্যকার চু'ক্তির স'মালো'চনা করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ একটি প্রস্তাব জমা দিয়েছে যাতে ২০০২ সালে ফিলিস্তিন-ইসরাইল সং'ক'ট মো'কাবে'লায় লক্ষ্যে আরব লীগের নেয়া পদক্ষেপ বাস্তবায়নের আহ্বান জানিয়েছিল।

আরব আমিরাত এবং বাহরাইনের চা'পের মুখে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ২২ জাতির আঞ্চলিক এ সংস্থায় নতুন একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছেন যাতে এই চু'ক্তির নি'ন্দা করার কথা বলা হয় নি। ফিলিস্তিনি রাষ্ট্রদূতের জমা দেয়ায এ প্রস্তাবের একটি কপি বার্তা সংস্থা রয়টার্সের হাতে পড়েছে এবং তার বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে যে, ওই প্রস্তাবে ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হয়েছে, আমিরাত, ইসরাইল ও আমেরিকার উদ্যোগে সম্পাদিত চু'ক্তি আরব দেশগুলোর ঐক্য ন'ষ্ট করতে পারে নি কারণ ফিলিস্তিনি ইস্যুটি দুটি দেশ নয় বরং পুরো আরব বিশ্বের বিষয়।

ফিলিস্তিনের খস'ড়া প্রস্তাবে বলা হয়েছে- ত্রিপক্ষীয় এই ঘোষণা আরব লীগের মূল নীতিকে পরিবর্তন করে দিতে পারে না যার ভিত্তি হচ্ছে ১৯৬৭ সালের সীমানা ধ'রে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তোলা প্রস্তাব নিয়ে আজই মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বি'ত'র্ক হওয়ার কথা রয়েছে। সূত্র : পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে