বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪০:০০

কো'লাকু'লি ও হ্যান্ডশে'কের পরিবর্তে জনপ্রিয় হয়ে ওঠেছে এরদোগানের এই রীতি

কো'লাকু'লি ও হ্যান্ডশে'কের পরিবর্তে জনপ্রিয় হয়ে ওঠেছে এরদোগানের এই রীতি

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামা'রি করোনা ভাইরাসের প্রা'দুর্ভা'বের পর চিকিৎসা বিজ্ঞানীরা তা থেকে সুরক্ষি'ত থাকতে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতি বিশেষ গু'রুত্বারো'প করেন। এক্ষেত্রে কো'লাকুলি ও হ্যান্ডশে'ক (করমর্দন) এর মতো অভিবা'দনের রীতি থেকে সা'ময়িক বির'ত থাকার পরামর্শ দেন তারা।

কিন্তু এই সময়ে কো'লাকুলি ও হ্যান্ডশে'কের জায়গায় কয়েকটি শুভেচ্ছা বা অভি'বাদনরীতি বেশ জনপ্রিয়তা পায়- এর একটি বুকের বামপাশে ডানহাত রেখে কা'ঙ্ক্ষি'ত ব্যক্তিকে অভি'বাদন জানানো। ইংরেজিতে এটিকে বলা হচ্ছে 'হার্ট গ্র্যাটিং'। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সহ মুসলিম বিশ্বের একাধিক নেতাকে করোনাকালের বিভিন্ন সময়ে এই রীতি অনুসরণ করতে দেখা গেছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু তার ব্যক্তিগত টুইটার একাউন্টে এ সংক্রা'ন্ত একটি ভি'ডিও ক্লি'প প্র'কাশ করেছেন; যাতে তিনি করোনা সং'ক্রমণ প্রতিরো'ধে হ্যান্ডশেক কিংবা কো'লাকুলি করার পরিবর্তে 'হার্ট গ্র্যাটিং' (ডান হাত বাম বুকে রেখে অ'ভিবাদনবিশেষ) অনুসরণ করার আ'হ্বান জানান। ভি'ডিও ক্লিপটির একটা অংশে দেখা যায় যে, প্রেসিডেন্ট এরদোগান বিভিন্ন আচার-অনুষ্ঠানে হ্যান্ডশেকের পরিবর্তে হৃদয়ের ওপর হাত রেখে অভি'বাদন জানাচ্ছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে