বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৭:০২

সৌভাগ্যের প্রতীক মাফিশি নামের মাছের মৃত্যুতে শো'কবার্তা দিলেন জাম্বিয়ার প্রেসিডেন্ট!

সৌভাগ্যের প্রতীক মাফিশি নামের মাছের মৃত্যুতে শো'কবার্তা দিলেন জাম্বিয়ার প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ডেস্ক: ফেসবুক পোস্টে দেশের প্রেসিডেন্ট লিখেছেন, একটি জাতি কীভাবে প্রাণীদের সঙ্গে আ'চ'রণ করে তার মধ্যে দিয়ে তাদের মা'নসি'কতা ও নৈ'তি'ক মূল্যবোধের পরিচয় পাওয়া যায়। আমি আনন্দিত এটা ভেবে যে তুমি বিদায় জানানোর পর উপযু'ক্ত সমাদর পেয়েছ। আমরা সবাই তোমাকে খুব মিস করব। 

কোনও মানুষের জন্য জাম্বিয়ার প্রেসিডেন্ট এডগার লুঙ্গু এমন পো'স্ট করেননি। করেছেন একটি মাছের জন্য। তবে সেই মাছকে সাধারণ ভাবলে ভুল করবেন। জাম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের পুকুরে বাস করা মাফিশি নামের সেই মাছটিকে সেই দেশের মানুষ সৌভগ্যের প্রতীক বলে মনে করতেন। 

মাছটি সস্প্রতি মা'রা গেছে। মাছটির বয়স প্রায় ২২ বছর। প্রায় ২০ বছর ধ'রে মাছটি ক'পারবে'ল্ট ইউনিভার্সিটির (সিবিইউ) ক্যা'ম্পা'সে একটি পুকরে ছিল বলে জানা যায়। 
গত দুই দশক ধ'রে সিবিউ এর শিক্ষার্থীরা মনে করেন, পরীক্ষায় তাদের জন্য সৌ'ভা'গ্য ব'য়ে আ'নে মাফিশি নামের এই মাছটি। স্থানীয় বাম্বা ভাষায় মাফিশি শব্দের অর্থ বিগ ফিশ বা বড় মাছ। আফ্রিকা মহাদেশের দক্ষিণ অঞ্চলের দেশ জাম্বিয়ার মানুষ সৌভাগ্যের প্রতীক মাফিশি নামের এই মাছটির মৃত্যুতে গ'ভীর শো'কাহ'ত। এমনকি, অনেকেই মাছটির ছবি শে'য়ার করে শো'কবা'র্তা লিখেছেন সো'শ্যা'ল মিডিয়ায়।

মাছটির মৃ'ত্যুর কারণ এখনো জানা যায়নি। তা নিয়ে ত'দ'ন্ত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাই মাছটিকে এখনও স'মাহি'ত করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র লিখেছেন, মাফিশিকে সাঁতার কা'টতে দেখলেই মনে অ'দ্ভু'ত শান্তি পেতাম আমরা। পরীক্ষার আগে ওকে দেখতে পেলে আমাদের সৌ'ভা'গ্য সঙ্গে থাকত। তা ছাড়া ওকে দেখলে যেন মনের সব চা'প কে'টে যেত। গত দুই দশক ধ'রে মাফিশির সঙ্গে ছাত্র-ছাত্রীদের বন্ধুত্ব গড়ে উঠেছিল। আর সেই বন্ধু হঠাৎ সবাইকে ছে'ড়ে চলে যাওয়ায় সবার মন খা'রা'প।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে