আন্তর্জাতিক ডেস্ক: শিশু মাস্ক না পরায় কানাডার বিমানবন্দরে তু'লকা'লাম কা'ণ্ড। শিশু যাত্রীর মুখে মাস্ক না থাকায় কানাডায় একটি ফ্লাইট বাতিল করা হয়েছে । শুধু তাই নয় ডা'কা হয়েছে পুলিশও।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবে'দনে বলা হয়, মঙ্গলবার দুই শিশু সন্তান নিয়ে ওয়েস্টজেট এয়ারলাইন্সের ৬৫২ ফ্লাইটে ক্যালগরি থেকে টরেন্টো যাওয়ার কথা ছিল সাফওয়ান চৌধুরীর। তবে যাত্রা শুরুর আগেই মাস্ক নিয়ে বি'ত'র্ক শুরু হয়। এরপর ফ্লাইট বা'তিল ঘো'ষণা করে কর্তৃপক্ষ। না'মিয়ে দেওয়া হয় অন্য যাত্রীদেরও।
সাফওয়ান চৌধুরী জানায়, তার তিন বছর বয়সী কন্যা শিশু উড়োজাহাজ ছা'ড়ার আগে খাবার খাচ্ছিল। সে মাস্ক প'রতে চা'চ্ছিলো না। তবে ১৯ মাস বয়সী ছোট শিশু ব'মি করছিল। তাই তাকে মাস্ক প'রানো হয়নি। ফ্লাইট ছাড়ার আগে ওই শিশুদেরকে মাস্ক পরতে বলা হয় এবং জানানো হয় মাস্ক ছাড়া উড়োজাহাজের দরজা ব'ন্ধ হবে না।
সাফওয়ান চৌধুরী বলেন, এরপরই আমি আমার একটি শিশুকে মাস্ক প'রাতে রাজি হই। এরপরেও তারা আমারদেরকে জানায় দুই শিশুকে মাস্ক না পরালে নে'মে যেতে হবে। এ সময় সাফওয়ানকে চৌধুরীকে গ্রেফ'তার করানোর হু'ম'কিও দেয় ওয়েস্টজেট এয়ারলাইন্স কর্তৃপক্ষ ।
এদিকে ওয়েস্টজেট এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, ছোট শিশুটি নয় বরং তার তিন বছর বয়সী শিশু মাস্ক না পরায় এমন সিদ্ধা'ন্ত নেওয়া হয়েছে