বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৬:৫৩

ইসরায়েলের সঙ্গে আমিরাত এমন কোনো চু'ক্তি করবে না : আমিরাত পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের সঙ্গে আমিরাত এমন কোনো চু'ক্তি করবে না : আমিরাত পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়লেও ফিলিস্তিন ও ফিলিস্তিনবাসীর মৌলিক অধিকার র'ক্ষায় সহযোগিতা অব্যাহ'ত থাকবে বলে জানিয়েছেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল সর্ভায় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ড. আনোয়ার গারগাস একথা বলেন। 

ড. গারগাস বলেন, ''ফিলিস্তিনিদের কোনো অধিকার ন'ষ্ট করে ইসরায়েলের সঙ্গে আমিরাত কোনো চু'ক্তি করবে না। ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক চু'ক্তির ফলে তেল আবিব ফিলিস্তিনের জমি দ'খ'ল বন্ধ রাখবে। শান্তি প্রতিষ্ঠায় এটি অনেক বড় প'দক্ষে'প ও অর্জন।'' ইসরায়েল ও ফিলিস্তিনে দীর্ঘ মেয়াদী শা'ন্তি স্থাপনের ক্ষেত্রে এটিকে সুবর্ণ সুযোগ বলে আখ্যায়িত করেন আমিরাতের এ মন্ত্রী।

আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল সভায় জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য ১৯৬৭ সালের ৪ জুন ফিলিস্তিনের নির্ধারিত সীমারেখা ফিরিয়ে দেওয়ার প্রতি গুরু'ত্বারো'প করেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী গারগাস। বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ''আমিরাতের চুক্তির সিদ্ধান্তটি সা'র্বভৌ'ম নীতির অংশ। তৃতীয় কোনো পক্ষ এই শান্তি চু'ক্তির ল'ক্ষ্যব'স্তু নয়। তাছাড়া ফিলিস্তিন ও আমিরাতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, আমিরাতে অবস্থান করা ফিলিস্তিনিদের উন্নয়নে আমিরাত সরকার কাজ করছে।'' সূত্র : খলিজ টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে