বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৫:৪০

'পশ্চিমবঙ্গে হিন্দু-বিরো'ধী, মুসলিম তো'ষণ ও ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে মমতা সরকার'

'পশ্চিমবঙ্গে হিন্দু-বিরো'ধী, মুসলিম তো'ষণ ও ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে মমতা সরকার'

আন্তর্জাতিক ডেস্ক : বিজেপি'র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (জে পি নাড্ডা) বলেছেন, পশ্চিমবঙ্গে হিন্দু-বিরো'ধী, মুসলিম তো'ষণ ও ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে মমতা সরকার। আগামী বিধানসভা নির্বাচনে এই সরকারকে উৎ'খা'ত করতে হবে। রাজ্যে ক্ষ'মতাসীন তৃণমূল কংগ্রেস সরকারকে টা'র্গে'ট করে তিনি আজ এক ভার্চু'য়াল সভায় ওই মন্তব্য করেন।

জে পি নাড্ডা বলেন, ''গত ৫ আগস্ট রাম মন্দিরের ভূমিপুজো হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, একইদিনে মমতা দিদি (মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী) পশ্চিমবঙ্গে ল'কডা'উন করেছিলেন। এভাবে তিনি কোটি কোটি মানুষের ইচ্ছাকে চূর্ণ করেছিলেন। এটি আলাদা বিষয় যে, ৩১ জুলাই  ঈদের দিন লকডাউন তুলে নেওয়া হয়েছিল। এভাবে রাজ্যে শুধু তো'ষণের রাজনীতি ও ভোট ব্যাঙ্কের রাজনীতি চলছে।''

বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ''২০১৯ সালে, আমরা  ৪০ শতাংশ ভোট পেয়েছিলাম। বাংলার আশীর্বাদ পাওয়া গিয়েছিল। বন্ধুরা, আমাদের এই একই গতিতে চলতে হবে এবং আগামী বিধানসভা নির্বাচনে, তৃনমূল সরকারকে উৎ'খা'ত করে ছুঁড়ে ফেলতে হবে।। মমতা দিদি বাংলার মানুষ এবং কেন্দ্রের ভালো প্রকল্পগুলোর মধ্যে বা'ধা হয়ে দাঁ'ড়াচ্ছেন। প্রধানমন্ত্রী মোদি প্রদত্ত দরিদ্রদের জন্য পাঁচ লাখ টাকার মেডিকেল কভারেজ আয়ুষ্মান ভারতকে কেবল মমতা দিদির কারণে বাংলার যোগ্য মানুষ ব'ঞ্চি'ত হচ্ছেন। উনি প্রধানমন্ত্রী কিষান ক্রেডিট কার্ডকে রাজ্যের কৃষকদের কাছে পৌঁছাতে দেননি, তাদের সুবিধাগুলি থেকে বাংলার কৃষকদের ব'ঞ্চি'ত করেছেন।''

তৃণমূলের স'মালো'চনা করে বিজেপি নেতা জে পি নাড্ডা আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন প্রধানমন্ত্রী-গরীব কল্যাণ যোজনার আওতায় প্রত্যেককে খাবার সরবরাহ করার চেষ্টা করছেন, তখন তৃণমূল নেতারা রেশন চু'রিতে ব্যস্ত ছিলেন। তারা দরিদ্রদের কাছ থেকে খাওয়ার কে'ড়ে নিচ্ছিল। এ ধরণের জনবিরো'ধী সরকারের অবশ্যই ক্ষ'মতায় থাকার কোন অধিকার নেই বলেও বিজেপি সভাপতি জে পি নাড্ডা মন্তব্য করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে