আন্তর্জাতিক ডেস্ক : সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মাদ (স.)-কে অ'বমা'ননার প্রতি'বাদে আজ (বৃহস্পতিবার) ইরানজুড়ে স্বাস্থ্যবিধি মেনে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। ফার্স প্রদেশের শিরাজ শহরের প্রতিবাদ সমাবেশে বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছেন।
প্রধান সমাবেশে ফার্স প্রদেশের গভর্নর ও শহরের প্রধান জুমার নামাজের ইমামসহ শীর্ষ কর্মকর্তারাও অংশ নেন। এ সময় তারা ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবা'দী ইসরাইলের বি'রু'দ্ধে বিভেন্ন স্লো'গান দেন। তাদের প্রায় সবার হাতে ছিল নানা ধ'রণের পোস্টার ও প্ল্যাকার্ড।
কোনো কোনো পোস্টার ও প্ল্যাকার্ডে লেখা ছিল, 'হে রাসূল (স.) আপনাকে ভালোবাসি, আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত আছি।' বিক্ষো'ভ সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে বিপুল সংখ্যক নারীও ছিলেন। ইরানের অন্যান্য শহরেও একই ধ'রণের বিক্ষো'ভ কর্মসূচি পালিত হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। গত কয়েক দিন ধ'রেই মহানবী (স.)-কে অ'বমা'ননার বি'রু'দ্ধে ইরানে ব্যা'পক প্র'তিবা'দ হচ্ছে।
গতকাল রাজধানী তেহরানে ফ্রান্সের দূতাবাসের সামনে বি'ক্ষো'ভ করেছেন অসংখ্য মানুষ। তারা অ'বমা'ননাকা'রীদের বি'রু'দ্ধে ক'ঠো'র প'দক্ষে'প নিতে ফ্রান্স সরকারের প্রতি আহ্বান জানান। ফরাসি দূতাবাস ঘে'রাও করে তারা ইসলামবি'দ্বে'ষীদের বি'রু'দ্ধে বিভিন্ন স্লো'গা'ন দেন এবং বিশ্বনবী (স.)'র প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করেন।
মানুষ সরকারের নির্দে'শনা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এই সমাবেশে যোগ দিচ্ছেন বলে তিনি জানান। ইরানের সর্বোচ্চ নেতা মঙ্গলবার বলেছেন, মহানবী (স.)-কে অ'বমা'ননা করে ক্ষমার অযো'গ্য মহাপা'প করেছে ফরাসি ম্যাগাজিন।