বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৮:৫২

বিদেশি বিমান দূরে থাকো: ইরানের হুঁশি'য়ারি

বিদেশি বিমান দূরে থাকো: ইরানের হুঁশি'য়ারি

আন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগরের কৌ'শলগত এলাকায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের জুলফিকার-৯৯ নামে যে নৌম'হড়া শুরু করেছে তা নি'র্বি'ঘ্নে শেষ করার জন্য বিদেশি বিমানগুলোকে ওই অঞ্চলের আকাশসীমা এড়িয়ে চলার জন্য স'ত'র্ক করে দেয়া হয়েছে। ইরানের এই স'ত'র্কবার্তা পাওয়ার পর ওই এলাকার আকাশ থেকে আমেরিকা তাদের সম'স্ত ড্রো'ন সরিয়ে নিয়েছে। 

ইরানের সাম'রিক মহ'ড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এ ত'থ্য জানিয়েছেন। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে অনুষ্ঠানরত এই ম'হড়ায় ইরানের সামরিক বাহি'নীর বিমান এবং স্থল শাখা অংশ নেবে। মহ'ড়ায় প্রতির'ক্ষামূলক অ'স্ত্র ও সাম'রিক স'রঞ্জা'মাদি ব্যবহার করা হচ্ছে।

এদিকে, চলমান এ মহ'ড়ায় ইরান ড্রো'ন, টর্পে'ডো, ভূমি থেকে ভূমিতে এবং উপ'কূল থেকে ভূ'মিতে নিক্ষে'পযোগ্য ক্রু'জ ক্ষে'পণা'স্ত্র, ভূমি থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষে'পযোগ্য ক্ষে'পণা'স্ত্রের পরীক্ষা চালিয়েছে। মহ'ড়া নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য শাহান্দ ডে'স্ট্রয়ার ও বন্দর আব্বাস সাপোর্ট শিপসহ ইরানের ৭৯তম নৌবহরকে ভারত সাগরে মোতায়েন করা হয়েছে। 

এসব জাহাজ বিদেশি ও শ'ত্রুর জাহাজের গতি'বি'ধির উপর ন'জর রাখছে এবং প্রয়োজনীয় ত'থ্য সংগ্রহ করছে। ইরানের সাম'রিক বা'হি'নীর বো'মা'রু বিমান এবং ক'মব্যা'ট ড্রো'ন পূ'র্বপরি'ক'ল্পিত মিশন পরিচালনা করবে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল থেকে ভারত মহাসাগরের উত্তর এলাকা পর্যন্ত কৌ'শ'লগত এলাকায় বিশাল নৌ মহ'ড়া শুরু করেছে ইরানের সাম'রিক বা'হি'নী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে