বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৩:৩৬

ফিলিস্তিনকে চুপ থাকতে আহ্বান জানিয়ে আরব লীগের বৈঠকে ইসরাইলের প্রতি সমর্থন

ফিলিস্তিনকে চুপ থাকতে আহ্বান জানিয়ে আরব লীগের বৈঠকে ইসরাইলের প্রতি সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আমিরাতের সঙ্গে ইসরাইলের যে সমঝো'তা হয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। ইসরাইল ও আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে চু'ক্তি সইএর প্রায় এক মাস পর আরব লীগের এ বৈঠক অনুষ্ঠিত হলো। 

বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে 'আব্রাহাম' নামক ইসরাইল-আমিরাত সমঝোতা চু'ক্তির কোন নি'ন্দা জানানো হয়নি বরং এর প্রতি পূর্ণ সমর্থন দেয়া হয়েছে। ইসরাইল-আমিরাত সমঝোতার ব্যাপারে আরব দেশগুলোর মধ্যে মতবি'রো'ধ রয়েছে। মিশর, ওমান, বাহরাইন ও মৌরিতানিয়ার মতো দেশগুলো আনুষ্ঠানিকভাবে ইসরাইল-আমিরাত সমঝোতার প্রতি সমর্থন জানিয়েছে। আবার সৌদি আরব, কাতার ও জর্দানের মতো দেশগুলো ই'ঙ্গিত দিয়ে অর্থাৎ পরো'ক্ষভাবে সমর্থন জানিয়েছে। 

আবার কোন কোন আরব দেশ এ ব্যাপারে নীরব থেকেছে অথবা বিরো'ধিতা করেছে। এ থেকে ইসরাইল-আমিরাত সমঝোতার ব্যাপারে আরব দেশগুলোর অভ্য'ন্তরী'ণ মত বি'রো'ধ স্প'ষ্ট হয়ে উঠেছে। এই জোটে সবার অবস্থা একরকম নয় এবং এই জোটের উপর কয়েকটি প্রভা'বশালী আরব দেশের একক কর্তৃত্ব বা আধি'পত্য বজায় রয়েছে। আবার এই দেশগুলোর উপর ইসরাইল ও আমেরিকাসহ পাশ্চাত্যের বেশকিছু দেশের প্রভা'ব বজায় আছে।

আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তারা ফিলিস্তিনিদের স্বা'র্থে কোনো প'দক্ষে'প নিতে পারেনি বরং বাহরাইন আরব লীগের জোটে দ্ব'ন্দ্ব ও মতবিরো'ধ সৃষ্টির জন্য উ'ল্টো ফিলিস্তিনিদেরকে অ'ভিযু'ক্ত করেছে। ফিলিস্তিনের এক কর্মকর্তা এ ব্যাপারে বলেছেন, কোন কোন আরব দেশ এও বলেছে ফিলিস্তিন ইস্যুটি যেন আরব দেশের মধ্যে অ'ভ্য'ন্তরীণ দ্ব'ন্দ্বে'র কারণ হয়ে না ওঠে।

ফিলিস্তিনের হামাস মুখপাত্র হাজেম কাসেম আরব লীগের বৈঠকের তী'ব্র স'মালো'চনা করে বলেছেন তাদের অবস্থা থেকে বোঝা যায়, জনগণের আশা-আকা'ঙ্ক্ষা ও চাওয়া পাওয়ার বিষয়টি তাদের কাছে মোটেই গুরুত্বপূর্ণ নয়। বৈঠকের ফলাফল থেকে এটা বোঝা গেছে ফিলিস্তিনিদেরকে নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হয়ে আত্মর'ক্ষায় প'দক্ষে'প নিতে হবে। সূত্র : পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে