একদিনে ৪৭ মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক : ৪৭ জন ‘সন্ত্রাসী’র মৃত্যুদণ্ড একদিনেই কার্যকর করেছে সৌদি আরব। সন্ত্রাসী হামলা ও হামলার চেষ্টায় জড়িত থাকার দায়ে এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানা গেছে।
শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, দণ্ডিতদের মধ্যে শিয়া আলেম নিমর আল-নিমরিতস ও আল-কায়েদার ফারিস বিন সোহেলি রয়েছেন।
এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা ও হামলার চেষ্টায় জড়িত ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের বেশিরভাগই আল-কায়েদার সদস্য এবং তারা ২০০৩-২০০৬ সালে হামলায় জড়িত ছিল।
এদিকে নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে শিয়া ইরান বলেছে, এজন্য সৌদি আরবকে চড়া মূল্য দিতে হবে।
২০১৫ সালে সৌদি আরবে ১৫৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা দেশটিতে গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
তবে অ্যামনেস্টি বলছে, বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কমিউনিস্ট চীনে। এখানে প্রকৃত সংখ্যা প্রকাশ করা না হলেও ধারণা করা হয় যে তা বাকি বিশ্বের মোট সংখ্যার চেয়েও বেশি।
ইরানে ২০১৫ সালে ১০০০ এর বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আর পাকিস্তানে গত বছর ফাঁসিতে ঝোলানো হয়েছে ৩১৫ জনকে।
সূত্র: আলজাজিরা, এপি
২ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ