শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫০:৪৯

লাদাখ থেকে সেনা প্র'ত্যাহার করবে না চীন

 লাদাখ থেকে সেনা প্র'ত্যাহার করবে না চীন

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়ায় জোড়া বৈঠকের পরেও লাদাখ-প'রিস্থি'তি পরিব'র্তনের কোনো সুখবর পেল না ভারত। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) উ'ত্তেজনা ক'মানোর বিষয়ে নীতিগতভাবে সম্মত হলেও সেনা প্রত্যাহারে রাজি হয়নি চীন। সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর পার্শ্ববৈঠকে বৃহস্পতিবার দু’দ'ফায় আলোচনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী তথা স্টেট কাউন্সিলর ওয়াং ই। প্রথমবার মধ্যাহ্নভোজন পর্বের বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও ছিলেন। সন্ধ্যায় দ্বিতীয় বৈঠকে জয়শঙ্কর এবং ওয়াং লাদাখ পরি'স্থিতি নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার আরও জানিয়েছে, সীমান্তে শান্তি বজায় রাখতে সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনায় সায় দিয়েছেন ওয়াং। কিন্তু নিজেদের ‘সার্বভৌমত্ব রক্ষা ও অখণ্ডতা বজায় রাখা’র কথা বলে বুঝিয়ে দিয়েছেন, আপাতত প্যাংগং হ্রদের উত্তরের ফিঙ্গার এরিয়াগুলি থেকে পিপলস লিবারেশন আর্মির পিছু হ'টার সম্ভাবনা কার্যত নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে