আন্তর্জাতিক ডেস্ক : সাতসকালেই ভ'য়াবহ দু'র্ঘট'নায় মৃ'ত্যু হল তিনজনের। রাজ্য পুলিসের সিও দেবশ্রী চ্যাটার্জী, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা তাপস বর্মন ও গাড়ির চালক মনোজ সাহার মৃ'ত্যু হয়েছে। সকাল সাড়ে ছটা নাগাদ ২ নং জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে নিয়ন্ত্রন হা'রিয়ে ধা'ক্কা মা'রে অফিসারের স্করপিও গাড়ি। চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন।
আহ'ত তিনজনকেই দাদপুর থানার পুলিশ চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিংসকরা মৃ'ত বলে ঘোষনা করেন। খবর পেয়ে হাসপাতালে ছু'টে যান হুগলির এস পি তথাগত বসু। হুগলি ইমামবাড়া জেলা হাসপাতালে তিনজনের মৃ'তদেহ আপাত'ত রাখা হয়েছে। মৃ'ত তিনজনের পরিবারে লোকদের খবর দেওয়া হয়েছে।
সিটি কলেজ থেকে ভূগোল নিয়ে পাস করার পর ১৯৮৮ সালে ফোর্স জয়েন করেছিলেন দেবশ্রী চ্যাটার্জী। দুবছর ছিলেন পুলিস ট্রেনিং স্কুলে। এরপর লালবাজার ওমেন গ্রিভান্স সেলে ছিলেন সাব ইন্সপেক্টর পদে। ২০১০ সালে নর্থ পোর্ট থানার ওসি পদে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম মহিলা ওসি। যে কোনও পরি'স্থিতিতে হার না মা'না মনোভাব ছিল তাঁর।১৯৯৬ সালে একবালপুরে পোস্টিং থাকার সময় এক দল লোক একজনের বাড়িতে আ'গুন লা'গানোর চেষ্টা করছে খবর পেয়ে কয়েকজন কনস্টবল নিয়ে সেখানে যান দেবশ্রী। একা সেই অস'হায় পরিবারকে রক্ষা করেন। ফোর্স না আসা পর্যন্ত পরি'স্থিতি নিয়ন্ত্রণে রাখেন।