শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৩৫:৩৮

আমিরাতের পর ইসরায়েলের সঙ্গে ‘জো'ট বাঁ'ধল’ বাহরাইন, তুরস্কের তী'ব্র নি'ন্দা

আমিরাতের পর ইসরায়েলের সঙ্গে ‘জো'ট বাঁ'ধল’ বাহরাইন, তুরস্কের তী'ব্র নি'ন্দা

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের পর ইসরায়েলের সঙ্গে ‘ঐতিহাসিক শান্তি’ চু'ক্তিতে পৌঁছেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ বাহরাইন। এতে দেশ দুটি নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে। এ ঘটনার তী'ব্র নি'ন্দা জানিয়েছে তুরস্ক।

এক বিবৃতিতে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, চু'ক্তিটি আরব দেশে শান্তি রক্ষার বিপরীত হিসেবে কাজ করবে। এই পদক্ষেপ ফিলিস্তিনিদের পক্ষের ল'ড়াইকে নতুন ধা'ক্কা দেবে। ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের অ'বৈধ কর্মকা'ণ্ডকে চালিয়ে যেতে আরও উৎসাহিত করবে।

তারা বলছে, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য বাহরাইনের এ উদ্যোগে আমরা উদ্বি'গ্ন ও এর তী'ব্র নি'ন্দা জানাই। আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের বিষয়টি সমাধান করে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থি'তিশীলতা অর্জনের আগে থেকেই জো'র দিয়ে আসছে তুরস্ক।

তারা মনে করছে, এ চুক্তিটি ইসরায়েলকে ফিলিস্তিনের প্রতি অ'বৈধ অনুশীলন এবং তাদের ভূমি দখ'ল স্থায়ী করার জন্য চলমান কর্মকাণ্ডকে অব্যাহত রাখতে আরও উৎসাহিত করবে। এর আগে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইসরায়েল-বাহরাইন নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে একমত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে