আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের ধর্মগুরুর মতে, সমলি'ঙ্গের বিবাহ বেড়েছে বলেই করোনার সং'ক্রমণ বেড়েছে। এমন ম'ন্তব্যের পর এবার তার শরীরে থা'বা ব'সালো করোনাভাইরাস।
ইউক্রেনের অর্থডক্স চার্চের প্রধানকে প্যাট্রিয়ার্ক ফিলারেট বলা হয় সেদেশে। ৯১ বছরের বিশপ করোনায় আক্রা'ন্ত হলেন। এবং তাকে ভ'র্তি হতে হল হাসপাতালে। এমনকি জানা গেছে, নিউমোনিয়ার ল'ক্ষণ দেখা গেছে তার ফুসফুসে। কিন্তু এতদিন তিনি মনে করতেন সমকামী মানুষেরা যৌ'ন সম্প'র্কে লি'প্ত হচ্ছেন বলেই সং'ক্রমণ বাড়ছে।
গত মার্চ মাসে তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আসলে ঈশ্বর সমকা'মীদের অভিশা'প দিচ্ছেন। আর তারই অপর নাম করোনা ভাইরাস। এক কথায় বললে বলা যায়, সমকা'মী বিবাহ এর জন্য দা'য়ী।
এমন মন্ত'ব্য করার পর তী'ব্র সমালো'চনার মু'খে পড়েছিলেন তিনি। ক্ষমা চাওয়ার দা'বি জানিয়েছিলেন অনেকে। এমনকি, বি'দ্বেষ ছ'ড়ানোর জন্য তার বিরু'দ্ধে প'দক্ষেপ নেওয়ারও কথা হচ্ছিল। কিন্তু হা'য়। শেষ পর্যন্ত সেই করোনা ভাইরাসই তার দে'হে থা'বা বসাল।